রবিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২২ ০০:০০ টা

হেলমেটে ইয়াবা পাচার

নিজস্ব প্রতিবেদক

রাজধানীতে মাদকবিরোধী পৃথক অভিযানে ৪৬ জনকে গ্রেফতার করেছে র‌্যাব ও পুলিশ। শুক্রবার রাতে হেলমেটের ভিতরে অভিনব কায়দায় ৫ হাজার ১২৮ পিস ইয়াবা ট্যাবলেট পাচারের সময় মো. মনির নামে এক মোটরসাইকেল আরোহীকে গ্রেফতার করেছে র‌্যাব। র‌্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি এনায়েত কবীর সোয়েব জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে সায়েদাবাদ এলাকায় চেকপোস্ট বসানো হয়। এ সময় চেকপোস্টের সামনে হেলমেট পরিহিত মনিরকে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে হেলমেটের ভিতর থেকে ইয়াবাসহ তাকে আটক করা হয়। তার মোটরসাইকেলটিও জব্দ করা হয়। র‌্যাব-১ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি নোমান আহমদ জানান, শনিবার ভাটারার নতুন বাজার এলাকা থেকে ৭১৮ ক্যান বিয়ারসহ ফরহাদ আলী নামে একজনকে গ্রেফতার করা হয়। তিনি মাদক নিয়ে ঢাকা থেকে প্রাইভেটকারে করে নারায়ণগঞ্জের দিকে যাচ্ছিলেন। চেকপোস্ট বসিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে বিয়ারসহ প্রাইভেটকার জব্দ করা হয়। এদিকে ডিএমপির ডিসি (মিডিয়া) মো. ফারুক হোসেন জানান, গত শুক্রবার সকাল ৬টা থেকে গতকাল সকাল ৬টা পর্যন্ত রাজধানীতে মাদকবিরোধী অভিযানে ৪৪ জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে ৭ হাজার ৬৪৯ পিস ইয়াবা ট্যাবলেট, ২৬৮ গ্রাম হেরোইন, ১ কেজি ৭৩০ গ্রাম ১৫০ পুরিয়া গাঁজা ও ৬ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।           

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর