রবিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২২ ০০:০০ টা

ক্লাসে পড়িয়েই পরীক্ষা এসএসসি এইচএসসিতে

আকতারুজ্জামান

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পর ক্লাসে পড়িয়েই পূর্ণাঙ্গভাবে নেওয়া হবে এসএসসি ও সমমান এবং এইচএসসি ও সমমানের পরীক্ষা। শ্রেণিকক্ষে পুরোদমে ক্লাস চলবে এই পরীক্ষার্থীদের। সে লক্ষ্যে তৈরি করা হচ্ছে পাঠ পরিকল্পনা। এই দুই পাবলিক পরীক্ষার অপেক্ষায় থাকা শিক্ষার্থীদের সপ্তাহে ছয় দিনই ক্লাস নেওয়ার পরিকল্পনা রয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের। পরীক্ষার মানবণ্টন শিগগিরই প্রকাশ করবে আন্তশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটি। সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে। তথ্যমতে, প্রতি বছর ফেব্রুয়ারিতে এসএসসি ও এপ্রিলে এইচএসসি পরীক্ষার আয়োজন করে থাকে শিক্ষা বোর্ডগুলো। করোনাভাইরাস মহামারির কারণে ২০২০ সালের এইচএসসি পরীক্ষা নিতে পারেনি সরকার। জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি)-জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) ও এসএসসি পরীক্ষার ফল এবং সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমেই এই ফল প্রকাশ করা হয়। ২০২১ সালে নির্ধারিত সময়ের প্রায় আট মাস পর মাত্র তিনটি নৈর্ব্যচনিক বিষয়ে এসএসসি-এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়। যথাসময়ে হচ্ছে না চলতি বছরের পরীক্ষাও। শিক্ষা মন্ত্রণালয়ের সর্বশেষ ঘোষণা অনুযায়ী, আগামী জুনে এসএসসি এবং জুলাই-আগস্টে এইচএসসি পরীক্ষার আয়োজন করা হবে। সে লক্ষ্যে পুনর্বিন্যস্ত সিলেবাসও প্রকাশ করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড- এনসিটিবি। টানা দেড় বছর শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের পর গত ১২ সেপ্টেম্বরে স্কুল-কলেজ খুলে দেওয়া হয়। পাশাপাশি সপ্তাহে এক দিন করে ২০২২ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের ক্লাস চলছিল। করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়ার পর মাত্র চার মাসের মাথায় ফের বন্ধ করা হয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২১ ফেব্রুয়ারি পর্যন্ত সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকছে। শিক্ষা সংশ্লিষ্টরা বলছেন, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের সময়ে ভার্চুয়াল বিভিন্ন মাধ্যমে শিক্ষার্থীদের পাঠদান করা হলেও সেগুলো তেমনভাবে কার্যকর হচ্ছে না। শিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা (মাউশি) অধিদফতর সূত্রে জানা গেছে, শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পর ক্লাসে পাঠদান করেই নেওয়া হবে এসএসসি ও এইচএসসি পরীক্ষা। এর আগে ২০২১ সালের এসএসসি-এইচএসসি পরীক্ষার্থীদের সশরীরে প্রয়োজনীয় পাঠদান না হওয়ায় মাত্র তিনটি বিষয়ে স্বল্প পরিসরে নেওয়া হয় এই দুই পরীক্ষা। তাই চলতি বছরে সশরীরে পাঠদান করিয়ে সব বিষয়ে পূর্ণাঙ্গভাবে পরীক্ষা নেবে সরকার। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ গতকাল বাংলাদেশ প্রতিদিনকে বলেন, সারা দেশে শিক্ষার্থীদের করোনার টিকাদান কার্যক্রম চলছে। প্রথম ডোজ শেষ করে শিক্ষার্থীদের এখন দ্বিতীয় ডোজ দেওয়া হচ্ছে। তাই শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পর পরীক্ষার্থীদের ক্লাস বাড়িয়ে দেওয়া হবে। এসএসসি-এইচএসসি পরীক্ষার্থীদের পুরোদমে ক্লাস চলবে। পরীক্ষার জন্য পুনর্বিন্যস্ত সিলেবাস অনুযায়ী পাঠদান করানো হবে। কীভাবে পরীক্ষা ও নম্বর বণ্টন হবে- তা শিগগিরই শিক্ষা বোর্ডগুলো প্রকাশ করবে। এদিকে স্বাস্থ্য অধিদফতর সূত্র জানায়, ইতোমধ্যে সারা দেশের ১ কোটি ৪১ লাখ ২৬ হাজার ৫৮৯ শিক্ষার্থীর (১২ থেকে ১৭ বছর বয়সী) প্রথম ডোজ টিকা দেওয়া হয়েছে। আর দ্বিতীয় ডোজ টিকা দেওয়া হয়েছে ২৫ লাখ ৫৮ হাজার ৮৪৮ শিক্ষার্থীকে।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর