সোমবার, ৭ ফেব্রুয়ারি, ২০২২ ০০:০০ টা

আইস ঢুকছে রাজধানীতে

আইস-ইয়াবা অস্ত্রসহ গ্রেফতার ৩

নিজস্ব প্রতিবেদক

রাজধানীতে প্রায় ৪০০ গ্রাম ভয়ংকর মাদক ক্রিস্টাল মেথ (আইস), ২ হাজার ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি পিস্তলসহ তিনজনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর (ডিএনসি)। তারা হলেন মাসওয়া আকবর খান সায়েম, তরঙ্গ যোসেফ কস্তা ও মো. শিপন। শনিবার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক ও অস্ত্র আইনে খিলগাঁও থানায় দুটি মামলা করা হয়েছে।

ডিএনসি ঢাকা মেট্রো দক্ষিণের খিলগাঁও সার্কেলের পরিদর্শক ফজলুল হক খান দিপু বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রামপুরার মৌলডীরটেক এলাকা থেকে ৩০ পিস ইয়াবাসহ শিপনকে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী ভাটারার জোয়ারসাহারা এলাকা থেকে ১১০ পিস ইয়াবা ও ২ গ্রাম আইসসহ তরঙ্গকে গ্রেফতার করা হয়। শিপন ও তরঙ্গের দেওয়া তথ্য অনুযায়ী খিলগাঁওয়ের পূর্ব গোড়ান এলাকা থেকে ৪০৫ গ্রাম আইস, ২ হাজার ২০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং একটি বিদেশি পিস্তলসহ সায়েমকে গ্রেফতার করা হয়। তিনি আরও বলেন, টেকনাফের ফয়েজ নামে এক মাদক চোরাকারবারির কাছ থেকে গ্রেফতার সায়েম মাদক সংগ্রহ করতেন। সায়েম মূলত একজন পেশাদার ইয়াবা কারবারি। তিনি কক্সবাজারের টেকনাফ থেকে কৌশলে ইয়াবার চালান আনতেন। সম্প্রতি তিনি ইয়াবার পাশাপাশি আইসের কারবারে জড়িয়ে পড়েন এবং আলাদা একটি চক্র গড়ে তোলেন। নিরাপদে মাদক ব্যবসার জন্য অস্ত্র কেনেন সায়েম। তার সঙ্গে আর কারা জড়িত তা জানার চেষ্টা চলছে। টেকনাফ ও কক্সবাজার কেন্দ্রিক আইস ও ইয়াবা কারবারিদের বেশ কয়েকজনের নাম বলেছেন সায়েম। সেগুলো যাচাই-বাছাই করা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে গ্রেফতার করা হবে।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর