সোমবার, ৭ ফেব্রুয়ারি, ২০২২ ০০:০০ টা

কওমি শিক্ষার্থীদের টিকাদান শুরু

নিজস্ব প্রতিবেদক

কওমি শিক্ষার্থীদের টিকাদান শুরু

কওমি মাদরাসা শিক্ষার্থীদের টিকা দেওয়া শুরু হয়েছে গতকাল -বাংলাদেশ প্রতিদিন

কওমি শিক্ষার্থীদের টিকাদান শুরু হয়েছে। গতকাল এ টিকাদান কর্মসূচি শুরু হয়।  ১২ থেকে ১৭ বছর বয়সী ৫০০ এবং ১৮ বছর বয়সী ১০০ শিক্ষার্থীকে এই টিকা দেওয়া হয়।’ দেশের স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের মতো কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের করোনাভাইরাস প্রতিরোধী টিকাদান শুরু হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনায় ২০১৫ সালে শিক্ষা মন্ত্রণালয়ে কওমি মাদরাসার পরিসংখ্যান জমা দিয়েছে ব্যানবেইস। এতে দেখা যায়, সারা দেশে ১৩ হাজার ৯০২টি কওমি মাদরাসা রয়েছে, যেগুলোতে শিক্ষার্থীর সংখ্যা প্রায় ১৪ লাখ। কওমি শিক্ষার্থীদের টিকাদান কর্মসূচি পরিদর্শন শেষে স্বাস্থ্য অধিদফতরের টিকাদান কমিটির সদস্য সচিব শামসুল হক বলেন, ‘কওমি মাদরাসার শিক্ষার্থীদের টিকার আওতায় আনতে আজ মাদরাসায় টিকা কার্যক্রম শুরু হলো।

সর্বশেষ খবর