সোমবার, ৭ ফেব্রুয়ারি, ২০২২ ০০:০০ টা

মার্কেটের ছাদ থেকে ফেলে ব্যবসায়ীকে হত্যাচেষ্টা!

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর ফুলবাড়িয়ার জাকের সুপার মার্কেটের ছাদ থেকে ফেলে এক ব্যবসায়ীকে হত্যাচেষ্টার ঘটনায় ছয়জনকে গ্রেফতার করেছে র‌্যাব। তারা হলেন- মো. ফিরোজ আহম্মেদ, মো. হুমায়ুন কবির বিটু, মো. নাসির উদ্দিন, মাহমুদুল হাসান রাসেল, হাজী মো. ফরিদ ভূইয়া ওরফে ছোট ফরিদ ও মো. আলম শিকদার। গতকাল রাজধানীর গুলিস্তান, গাজীপুর ও নরসিংদী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। র‌্যাব বলছে, ক্ষমতার আধিপত্যকে কেন্দ্র করে মো. রাকিব শেখ নামে এক ব্যবসায়ীকে হত্যাচেষ্টা করা হয়। এটি বেশ চাঞ্চল্যকর ও আলোচিত ঘটনা       ছিল। গতকাল রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে র‌্যাব-১০ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. মাহফুজুর রহমান বলেন, ২ ফেব্রুয়ারি জাকের সুপার মার্কেটে ক্ষমতার আধিপত্যকে কেন্দ্র করে ব্যবসায়ী রাকিবকে ছাদ থেকে ফেলে হত্যা চেষ্টা করা হয়। এ ঘটনায় বংশাল থানায় ১৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ২০/৩০ জনকে আসামি করে মামলা করেন তার ভাই। গণমাধ্যম ও সামাজিক যোগযোগমাধ্যমে ভাইরাল হওয়ায় ঘটনাটি সারা দেশে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। পরবর্তীতে র‌্যাব জড়িতদের আইনের আওতায় আনতে কাজ শুরু করে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে শনিবার র‌্যাব সদর দফতরের গোয়েন্দা শাখা ও র‌্যাব-১০ যৌথভাবে অভিযান চালিয়ে নরসিংদী, গাজীপুর ও ঢাকা থেকে ব্যবসায়ী রাকিবকে হত্যা চেষ্টার ঘটনায় জড়িত ছয়জনকে গ্রেফতার করে। আসামি ফিরোজ একজন সন্ত্রাসী ও চাঁদাবাজ। গ্রেফতার অন্যরা ফিরোজ বাহিনীর সদস্য। ফিরোজ ফুলবাড়িয়া জাকের সুপার মার্কেটে আধিপত্য বিস্তারের লক্ষ্যে একটি সন্ত্রাসী বাহিনী গড়ে তোলে। ফিরোজ তার সন্ত্রাসী বাহিনী দিয়ে ওই মার্কেটের ব্যবসায়ীদের কাছ থেকে বিভিন্ন সময় হুমকি ও ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায় করত। চাঁদা দিতে কেউ অস্বীকার বা বাধা দিলে তার সন্ত্রাসী বাহিনী দিয়ে তাদের মারধরসহ বিভিন্ন ধরনের নির্যাতন করা হতো।

সর্বশেষ খবর