শনিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২২ ০০:০০ টা

বর্ণব্যঞ্জনা শীর্ষক প্রদর্শনী

সাংস্কৃতিক প্রতিবেদক

বর্ণব্যঞ্জনা শীর্ষক প্রদর্শনী

আরহাম উল হক চৌধুরীর বাংলা ক্যালিগ্রাফি নিয়ে ধানমন্ডির অলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার গ্যালারি জুম ও লা গ্যালারিতে শুরু হলো ‘বর্ণব্যঞ্জনা’ শীর্ষক প্রদর্শনী। এটি তার ১৮তম একক প্রদর্শনী।

বিশাল এক জনগোষ্ঠীর মাতৃভাষা বাংলা। এই বাংলা ভাষার স্থাপনার পথ ধরেই এসেছে ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এ বছর ২১ ফেব্রুয়ারি ভাষা আদালনের ৭০ বছর পূর্ণ হতে চলছে। আর এই মাইলফলক বার্ষিকী উপলক্ষে ৭০টি বাংলা ক্যালিগ্রাফি দিয়ে সাজানো হয়েছে এই প্রদর্শনী। গতকাল সন্ধ্যায় শুরু হওয়া এই প্রদর্শনী চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। উদ্বোধনের পরপরই প্রদর্শনীর গ্যালারিতে ভিড় করেন শিল্পানুরাগী দর্শনার্থীরা। এর মধ্যে কেউ আসেন সপরিবারে, আবার কেউ এসেছেন ব্যক্তিগতভাবে। ক্যালিগ্রাফি ও বাংলা ভাষার অনুরাগীরা প্রদর্শনীর গ্যালারিতে নিজেদের সেলফি বন্দি করে রাখতেও ভুল করেননি। রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে আসা শিল্পানুরাগীরা জানান, এ ধরনের প্রদর্শনী যত বেশি হবে শিল্পের প্রতি সাধারণ মানুষের আগ্রহ তত বেশি বৃদ্ধি পাবে। কয়েকজন দর্শক ক্ষোভ প্রকাশ করে বলেন, নানা ধরনের শিল্পকর্মের প্রদর্শনী রাজধানীজুড়ে আয়োজিত হলেও বাংলা ভাষা ও ক্যালিগ্রাফি নিয়ে এ ধরনের আয়োজন খুব কমই হয়ে থাকে। অলিয়ঁস ফ্রঁসেজ এমন ধরনের আয়োজন করাতে তাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা জানাই। আশা করছি ভবিষ্যতে তারা ক্যালিগ্রাফি নিয়ে এ ধরনের আরও প্রদর্শনীর আয়োজন করা হবে।

সর্বশেষ খবর