সোমবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২২ ০০:০০ টা

করোনা পরিস্থিতিতে পরীক্ষা নেওয়া চ্যালেঞ্জ ছিল

--- অধ্যাপক মো. আবদুর রশীদ

করোনা পরিস্থিতিতে পরীক্ষা নেওয়া চ্যালেঞ্জ ছিল

রাজধানীর তেজগাঁও কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আবদুর রশীদ বলেছেন, করোনার কারণে ২০২০ সালে এইচএসসি ও সমমানের পরীক্ষাই নেওয়া সম্ভব হয়নি। ২০২১ সালে মাত্র তিনটি বিষয়ের ছয়টি পত্রে পরীক্ষা নেওয়া হয়। এ কারণে ফল তুলনামূলক ভালো হয়েছে। একই কারণে জিপিএ ৫ প্রাপ্তিও অনেক বেশি হয়েছে। মহামারি পরিস্থিতিতে পরীক্ষা নেওয়া চ্যালেঞ্জ ছিল, তবু স্বাস্থ্যবিধি মেনে পুনর্বিন্যস্ত সিলেবাসে পরীক্ষা হয়েছে। এটি ইতিবাচক। পরীক্ষা নেওয়ার কারণে সরকার ধন্যবাদ পেতে পারে। গতকাল প্রতিবেদককে এসব কথা বলেন তিনি। অধ্যক্ষ বলেন, পুরো সিলেবাসে পরীক্ষা হলে ফলাফল কিছুটা কমে যেত। কোনো কলেজের শিক্ষার্থীরা তিন বিষয়ে সবাই পাস করলেই কলেজটি শতভাগ পাসের আওতায় এসেছে। কিন্তু সব বিষয়ে পরীক্ষা হলে শতভাগ পাস করা কলেজের সংখ্যাও কমে আসত।

তিনি বলেন, গত বছর যারা এইচএসসি উত্তীর্ণ হয়েছে বিশ্ববিদ্যালয়গুলোতে তাদের ভর্তি প্রক্রিয়া শেষ দিকে। এখন যারা উত্তীর্ণ হলো, তাদের ভর্তি প্রক্রিয়া যেন দীর্ঘায়িত না হয়। এই শিক্ষার্থীদের দ্রুত ভর্তি প্রক্রিয়া শুরুর পাশাপাশি ২০২০ সালে উত্তীর্ণ শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ে দ্রুত ক্লাস শুরু করতে হবে। এভাবেই শিক্ষার ক্ষতি পুষিয়ে নিতে হবে। আবদুর রশীদ বলেন, চলতি বছরের এইচএসসি পরীক্ষার্থীদের জন্যও সিলেবাস পুনর্বিন্যস্ত করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। শিক্ষাপ্রতিষ্ঠান  খোলার পর স্বাস্থ্যবিধি মেনে পাঠদান করে এই শিক্ষার্থীদের সিলেবাস শেষ করতে হবে। 

সর্বশেষ খবর