সোমবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২২ ০০:০০ টা

স্বল্প পরিসরে পরীক্ষা হওয়ায় ফল ভালো হয়েছে

--- শাহান আরা বেগম

স্বল্প পরিসরে পরীক্ষা হওয়ায় ফল ভালো হয়েছে

আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিলের অধ্যক্ষ শাহান আরা বেগম বলেছেন, এইচএসসি ও সমমানের ২০২১ সালের পরীক্ষার্থীদের সরাসরি বেশি ক্লাস নেওয়ার সুযোগ পাওয়া যায়নি। তাদের অনলাইনে ক্লাস নেওয়া হয়েছে। কিন্তু অনলাইন ক্লাসগুলো সরাসরি ক্লাসের মতো এত ফলপ্রসূ হয়নি। এ পরীক্ষার্থীদের জন্য সিলেবাস অনেক ছোট ছিল। স্বল্প পরিসরের সিলেবাসে পরীক্ষা হওয়ার কারণে ফল তুলনামূলক ভালো হয়েছে। গতকাল প্রতিবেদককে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, মাত্র তিনটি নৈর্ব্যচনিক বিষয়ে পরীক্ষা নেওয়া হয়েছে এইচএসসিতে। উচ্চশিক্ষার বিদ্যাপীঠে ভর্তির জন্য নৈর্ব্যচনিক বিষয়গুলো থেকেই বেশি প্রশ্ন থাকে। এবার যারা তিনটি বিষয়ে পড়ে পাস করল, তাদেরও এখন পুরো বইয়ের ওপর প্রস্তুতি নিতে হবে। অধ্যক্ষ বলেন, এর আগে ২০২০ সালে এইচএসসিতে পরীক্ষা না নিয়ে অটো প্রমোশন দেওয়া হয়েছিল। কিন্তু এই ছাত্র-ছাত্রীদের বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে পুরো সিলেবাসে পরীক্ষায় বসতে হয়েছে। যারা পুরো সিলেবাস পড়েছে তারা পরীক্ষায় ভালো করেছে। শাহান আরা বেগম বলেন, আগামী এইচএসসি ও সমমান পরীক্ষার জন্যও সিলেবাস কিছুটা কমে গেছে। শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পর পুরোদমে ক্লাস শুরু করা হলে এই পরীক্ষার্থীদের সিলেবাস শেষ করা সম্ভব হবে।

সর্বশেষ খবর