সোমবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২২ ০০:০০ টা
অন্য রকম সাফল্য

পা দিয়ে লিখে তামান্না পেলেন জিপিএ-৫

নিজস্ব প্রতিবেদক, যশোর

পা দিয়ে লিখে তামান্না পেলেন জিপিএ-৫

এইচএসসিতেও পা দিয়ে লিখে জিপিএ-৫ পেয়েছেন শারীরিক প্রতিবন্ধী তামান্না আক্তার। এর আগে পিইসি, জেএসসি ও এসএসসিতেও তিনি একই ফলাফল করেছেন। এ বছর তিনি যশোর শিক্ষা বোর্ডের বাঁকড়া ডিগ্রি কলেজ থেকে বিজ্ঞান বিভাগে এইচএসসি পরীক্ষা দেন।

জন্ম থেকে দুই হাত ও এক পা নেই তার। এক পা-ই তামান্নার অবলম্বন। অদম্য ইচ্ছাশক্তি কাজে লাগিয়ে লক্ষ্য পূরণে এগিয়ে যাচ্ছেন তিনি। তামান্না আক্তারের বাড়ি যশোরের ঝিকরগাছা উপজেলার বাঁকড়া ইউনিয়নের আলীপুর গ্রামে। তার বাবা রওশন আলী স্থানীয় ছোট পোদাউলিয়া দাখিল মাদরাসার শিক্ষক। মা পারভীন শিল্পী গৃহিণী। তাদের তিন সন্তানের মধ্যে তামান্না সবার বড়।

শারীরিক প্রতিবন্ধকতার পাশাপাশি পরিবারের আর্থিক অভাব-অনটনও তামান্নার এগিয়ে যাওয়ার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে বহুবার। তবে সব বাধা উপেক্ষা করে এগিয়ে যাচ্ছেন তিনি। এখন লক্ষ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ করে নেওয়া।

সর্বশেষ খবর