সোমবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২২ ০০:০০ টা

দুই জাপানি শিশু আপাতত থাকবে মায়ের কাছে

নিজস্ব প্রতিবেদক

জাপানি দুই শিশু এখন থেকে তাদের মায়ের কাছে থাকবে বলে আদেশ দিয়েছে আপিল বিভাগ। সেই সঙ্গে মামলাটি বিচারিক আদালতকে তিন মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশও দিয়েছে। প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীসহ পাঁচ বিচারপতির আপিল বেঞ্চ গতকাল এ রায় দেয়। আপিল বিভাগ একই সঙ্গে জাপানি মা সন্তানদের নিয়ে দেশত্যাগ করতে পারবেন না বলেও আদেশ দিয়েছে। মায়ের কাছে শিশুরা থাকলেও বাবা দেখা করার সুযোগ পাবেন বলে আদেশে বলা হয়েছে।

আদালতে দুই শিশুর মায়ের পক্ষে শুনানি করেন আজমালুল হোসেন কিউসি, আইনজীবী আহসানুল করিম ও আইনজীবী শিশির মনির। অন্যদিকে বাবার পক্ষে আইনজীবী ছিলেন ফিদা এম কামাল, ফাওজিয়া করিম ফিরোজ ও অনিক আর হক।

গত বছরের ১৫ ডিসেম্বর সাবেক প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনসহ পাঁচ বিচারপতির আপিল বেঞ্চ দুই শিশুকে মায়ের কাছে দেওয়ার নির্দেশ দেয়। আর দিনের বেলা বাবাকে দেখা করার সুযোগ দেয়। গত ১৯ আগস্ট বাংলাদেশি বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের নাগরিক স্বামী শরীফ ইমরানের কাছ থেকে ১০ ও ১১ বছর বয়সী দুই কন্যাসন্তানকে ফিরে পেতে হাই কোর্টে রিট করেন জাপানি নারী এরিকো।

সর্বশেষ খবর