সোমবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২২ ০০:০০ টা

রাজধানীতে তিন নবজাতকের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

রাজধানীতে পৃথক ঘটনায় তিন নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল ভোরে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকার সোহরাওয়ার্দী উদ্যান সংলগ্ন সড়ক থেকে দুই নবজাতকের মরদেহ উদ্ধার করে শাহবাগ থানা পুলিশ। অন্যদিকে, শনিবার বিকালে মিরপুর-২ নম্বর সেকশনের এইচ ব্লকের ৪ নম্বর রোডের দুই ভবনের গলি থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করে মিরপুর থানা পুলিশ।

শাহবাগ থানার এসআই শাহাবউদ্দিন জানান, রবিবার ভোরে ঢাবির মসজিদ গেটের বিপরীত পাশে ছবির হাট থেকে টিএসসি যাওয়ার রাস্তার পাশে পরিত্যক্ত অবস্থায় একটি বক্সে কাপড়ে মোড়ানো দুই নবজাতকের (পুত্র) মরদেহ পাওয়া যায়। হয়তো রাতের বেলা কেউ তাদের ফেলে গেছে। তবে তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়েছে।

অন্যদিকে, মিরপুর মডেল থানার এসআই শফিয়ার রহমান বলেন, শনিবার            বিকালে মিরপুর-২ নম্বর সেকশনের এইচ ব্লকের ৪ নম্বর রোডের দুই ভবনের গলি থেকে বিছানার চাদর ও থ্রি পিচ দিয়ে পেঁচানো এক নবজাতকের (কন্যা) মরদেহ উদ্ধার করা হয়। মরদেহটি ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

সর্বশেষ খবর