শুক্রবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২২ ০০:০০ টা

বেদখল হওয়া দেড় একর জমি ফিরে পেল তুরাগ

নিজস্ব প্রতিবেদক

বেদখল হওয়া দেড় একর জমি ফিরে পেল তুরাগ

তুরাগ তীরে উচ্ছেদ অভিযান চালায় বিআইডব্লিউটিএ -বাংলাদেশ প্রতিদিন

দখলদারদের থাবায় তুরাগতীরে নির্মিত ওয়াকওয়েও বেদখল হয়ে গিয়েছিল। অবৈধ স্থাপনার আড়ালে হারিয়ে গিয়েছিল নদীর সীমানা পিলার। গতকাল অভিযান চালিয়ে ১৩টি সীমানা পিলার অবমুক্তর পাশাপাশি ১ হাজার ফুট ওয়াকওয়ে মানুষের চলাচলের জন্য উন্মুক্ত করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। একই সঙ্গে নদীর তীর দখল করে গড়ে ওঠা তিনটি টঙঘর, চারটি বাঁশের মাচা ও একটি ভরাট অপসারণ করে দেড় একর তীরভূমি উদ্ধার করা হয়েছে।

গতকাল গাবতলী হতে আশুলিয়া ল্যান্ডিং স্টেশন পর্যন্ত তুরাগ নদীর তীরভূমি হতে অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রমের অষ্টম দিনে ঢাকা জেলার দারুস সালাম থানার মিরপুর মৌজায় এ উচ্ছেদ কার্যক্রম পরিচালিত হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওবায়দুল্লাহ’র নেতৃত্বে উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করেন ঢাকা নদী বন্দরের নিয়ন্ত্রণ কর্মকর্তা মো. গুলজার আলী।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর