শুক্রবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২২ ০০:০০ টা

ভাসানচরে পৌঁছেছে আরও ১ হাজার ৬৫৫ রোহিঙ্গা

নোয়াখালী প্রতিনিধি

কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প থেকে একাদশ দফায় এবার উপকূলীয় মেঘনার হাতিয়ার ভাসানচরে পৌঁছেছে আরও ১ হাজার ৬৫৫ জন রোহিঙ্গা। গতকাল দুপুর ২টার দিকে নৌবাহিনীর ছয়টি জাহাজে করে রোহিঙ্গারা ভাসানচর এসে পৌঁছায়। এ নিয়ে ভাসানচর আশ্রয়ণ কেন্দ্রে রোহিঙ্গা নাগরিকের সংখ্যা দাঁড়াল ২২ হাজার ৬০৪ জন।

ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পের দায়িত্বে  থাকা অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (উপসচিব) মোয়াজ্জেম হোসেন জানান, এক হাজার ৬৫৫ জন রোহিঙ্গাকে জাহাজ থেকে নামানোর পর নৌবাহিনীর পন্টুনসংলগ্ন হ্যালিপ্যাডে নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের প্রাথমিক পরীক্ষা নিরীক্ষা শেষে ক্লাস্টারে নিয়ে যাওয়া হয়। তিনি জানান, ৮৫ জন রোহিঙ্গা কক্সবাজার থেকে বেড়াতে এসেছেন এবং ১৫৫ জন ভাসানচর থেকে কক্সবাজার বেড়াতে গিয়েছিলেন তারাও একই জাহাজে ফিরে এসেছেন। এছাড়া গত বছর মে মাসে সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার চেষ্টা করা ৩০৬ রোহিঙ্গাকে সমুদ্র থেকে উদ্ধার করে ভাসানচরে নিয়ে রাখা হয়। ভাসানচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, রোহিঙ্গারা নিরাপদে ক্লাস্টারে ফিরে গেছে। কোনো সমস্যা হয়নি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর