শুক্রবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২২ ০০:০০ টা
প্রকৃতি

সুন্দরবনের দুটি হরিণের অঙ্গপ্রত্যঙ্গসহ মাংস উদ্ধার

বাগেরহাট প্রতিনিধি

সুন্দরবনের দুটি হরিণের অঙ্গপ্রত্যঙ্গসহ মাংস উদ্ধার

মোংলা কোস্টগার্ড পশ্চিম জোনের কয়রা স্টেশনের একটি টহল দল সুন্দরবনসংলগ্ন খাসিটানা খাল এলাকায় গতকাল দুপুরে অভিযান চালিয়ে হরিণের ২টি মাথা, ২টি চামড়া, ২টি ভুঁড়ি, ৮টি পাসহ ২ কেজি মাংস পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে।

অভিযান টের পেয়ে চোরা শিকারিরা পালিয়ে যায়। মোংলা কোস্টগার্ড পশ্চিম জোনের কর্মকর্তা লে. কমান্ডার বিএন এম মামুনুর রহমান জানান, চোরা শিকারিরা মাংসসহ হরিণের অঙ্গপ্রত্যঙ্গ বিক্রির জন্য খাসিটানা খাল এলাকায় অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে মোংলা কোস্টগার্ডের কয়রা স্টেশনের একটি টহল দল অভিযানে নামে। তবে টের পেয়ে শিকারিরা পালিয়ে যায়। তল্লাশি চালিয়ে ঘটনাস্থল থেকে হরিণের ২টি মাথা, ২টি চামড়া, ২টি ভুঁড়ি, ৮টি পাসহ ২ কেজি মাংস উদ্ধার করা হয়। আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মাংস ও অঙ্গপ্রত্যঙ্গ আন্ধারমানিক ফরেস্ট অফিসে হস্তান্তর করা হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর