শিরোনাম
বুধবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২২ ০০:০০ টা

অসতর্কতা বিপদ ডেকে আনতে পারে

---- ডা. এ বি এম আবদুল্লাহ

অসতর্কতা বিপদ ডেকে আনতে পারে

ইমেরিটাস অধ্যাপক এবং প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ডা. এ বি এম আবদুল্লাহ বলেছেন, ‘করোনা মিউট্যান্ট ভাইরাস। বিভিন্ন সময় চরিত্র বদলায়। করোনা সংক্রমণ হার কমতে শুরু করেছে। বিধিনিষেধ উঠে গিয়ে সচল হচ্ছে সবকিছু। এখন স্বাস্থ্যবিধি মানায় জোর দিতে হবে। অসতর্কতা বিপদ ডেকে আনতে পারে।’ গতকাল তিনি বাংলাদেশ প্রতিদিনকে আরও বলেন, ‘পৃথিবীর অন্যান্য দেশেও সংক্রমণ কমে উঠে যাচ্ছে বিধিনিষেধ। যুক্তরাজ্য আগামীকাল (বৃহস্পতিবার) থেকে সব ধরনের বিধিনিষেধ তুলে দেওয়ার ঘোষণা দিয়েছে। কিন্তু করোনা ঝুঁকি থাকায় স্বাস্থ্যবিধি মেনে চলা এবং উপসর্গ দেখা দিলে আইসোলেশনে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। বিশ্বস্বাস্থ্য সংস্থা কঠোরভাবে স্বাস্থ্যবিধি মানার হুঁশিয়ারি দিয়েছে। করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে রেখে স্বাভাবিক জীবনযাপন কাক্সিক্ষত। তাই ভবিষ্যতের চিন্তা করে সবাইকে সচেতন থাকতে হবে। মাস্ক পরতে হবে, দূরত্ব বজায় রেখে চলাফেরা করতে হবে।’ ডা. এ বি এম আবদুল্লাহ আরও বলেন, ‘আমাদের অসতর্কতার কারণে যেন করোনা আবার মাথাচাড়া না দিতে পারে সেদিকে নজর রাখতে হবে। স্বাস্থ্যবিধি নিয়ে অবহেলা করার সুযোগ নেই। কারণ অসতর্কতা আবারও বিপদ ডেকে আনতে পারে। আমরা করোনায় মৃত্যুর মিছিল নয়, সুস্থ-স্বাভাবিক জীবন প্রত্যাশা করি। পরিবার, সমাজ, দেশকে সুস্থ রাখতে বাইরে বের হলে বাধ্যতামূলকভাবে মাস্ক পরতে হবে।’

 

সর্বশেষ খবর