রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) উপাচার্য অধ্যাপক ডা. এ জেড এম মোস্তাক হোসেন বলেছেন, ‘করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে আসা আমাদের জন্য স্বস্তির। এই পরিস্থিতি ধরে রাখতে এখন তিনটি বিষয়ে নজর দিতে হবে। বাধ্যতামূলকভাবে মাস্ক পরা, সামাজিক দূরত্ব বজায় রাখা এবং টিকা নেওয়ায় জোর দিতে হবে। করোনা নির্মূলে এর চেয়ে ভালো পন্থা আর নেই।’ গতকাল তিনি বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ধীরে ধীরে দেশব্যাপী ছড়িয়ে পড়ে সংক্রমণ। নতুন ভ্যারিয়েন্টের থাবায় তৃতীয় ঢেউ পার করছে দেশ। সংক্রমণের শুরু থেকেই চলছে করোনা থেকে বাঁচার লড়াই। ঊর্ধ্বমুখী সংক্রমণ ও মৃত্যু ঠেকাতে প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা নিয়েছে সরকার। সরকারের পাশাপাশি জনগণেরও কিছু দায়িত্ব আছে। পরিবার, সমাজকে সুস্থ রাখতে আমাদের অবশ্যই স্বাস্থ্যবিধি মানতে হবে। নিয়ন্ত্রিত করোনা পরিস্থিতি ধরে রাখতে স্বাস্থ্যবিধি মানা ও টিকা নেওয়ার চেয়ে ভালো উপায় আর নেই।’
ডা. এ জেড এম মোস্তাক হোসেন আরও বলেন, ‘করোনাভাইরাসের যে কোনো ভ্যারিয়েন্ট থেকে সুরক্ষা দিতে পারে মাস্ক। তাই বাইরে বের হলে অবশ্যই মাস্ক পরতে হবে, হাত ধুতে হবে, সামাজিক দূরত্ব মেনে চলতে হবে। সামাজিক অনুষ্ঠান, ভিড় এড়িয়ে চলতে হবে। ১২ বছর থেকে শুরু করে তদূর্ধ্ব মানুষের টিকা দিচ্ছে সরকার। প্রথম ডোজ, দ্বিতীয় ডোজের সঙ্গে তৃতীয় অর্থাৎ বুস্টার ডোজ টিকাদানও চলছে। টিকা করোনা সুরক্ষায় অন্যতম হাতিয়ার। তাই সবার প্রতি আহ্বান থাকবে স্বাস্থ্যবিধি মানুন, টিকা নিন, সুস্থ থাকুন।’