শিরোনাম
বুধবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২২ ০০:০০ টা

ইভ টিজিংয়ে বাধা কিশোর খুন

নিজস্ব প্রতিবেদক

কুষ্টিয়ার কুমারখালীতে স্কুলছাত্র দিদার (১৬) হত্যার ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তার নাম আলী ওরফে বাবু বিশ্বাস (২১)। সিআইডি জানায়, ইভ টিজিংয়ে বাধা দেওয়ায় দিদারকে হত্যা করা হয়েছে। সোমবার রাতে ফেনী সদর উপজেলার ডাক্তারপাড়ায় অভিযান চালিয়ে আলীকে গ্রেফতার করা হয়। গতকাল রাজধানীর মালিবাগে সিআইডি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব জানান সংস্থার বিশেষ পুলিশ সুপার মুক্তা ধর। সংবাদ সম্মেলনে বলা হয়- আলীর ছোট ভাই মোটরসাইকেল মেকানিক মামুনুর রশিদ ওরফে আশিক (১৮) স্কুলছাত্রীদের রাস্তাঘাটে ইভ টিজিং করত। এতে বাধা দেয় খোরশেদপুর উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের ভকেশনাল দশম শ্রেণির ছাত্র দিদার। এর ফলে আশিক ও দিদারের মধ্যে শত্রুতা তৈরি হয়। তার সূত্র ধরে ভাই আশিকের পক্ষ নিয়ে দিদারকে ডেকে নিয়ে হত্যা করেন আলী।

মুক্তা ধর বলেন, ২৬ জানুয়ারি রাতে দিদারকে নিজের মালিকানাধীন বাবু ফার্নিচার দোকানে ডেকে এনে নির্মমভাবে হত্যা করা হয়। নিহতের বাবা আবুল হোসেন এ ঘটনায় আলী ওরফে বাবু বিশ্বাসের বিরুদ্ধে হত্যা মামলা করেন।

সর্বশেষ খবর