শুক্রবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২২ ০০:০০ টা

টিকা নিতে সারা দেশে মানুষের ঢল

প্রতিদিন ডেস্ক

সরকার করোনার টিকা গণহারে দেওয়ার উদ্যোগ গ্রহণ করায় সারা দেশে টিকা কেন্দ্রগুলোয় মানুষের ঢল নামা শুরু হয়েছে। এ অবস্থায় আজ শুক্রবারও টিকা কেন্দ্র খোলা রাখা হচ্ছে। স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, শুক্রবার সরকারি ছুটির দিনেও সারা দেশে করোনার টিকাদান কেন্দ্র খোলা থাকবে এবং টিকাদান কার্যক্রম চলবে। প্রয়োজনে  অতিরিক্ত কেন্দ্র বা বুথের মাধ্যমে টিকাদান কার্যক্রম অব্যাহত রাখার নির্দেশনা দিয়েছে অধিদফতর। সূত্র জানায়, আগামীকাল সারা দেশে ১ কোটি মানুষকে করোনাভাইরাসের টিকার প্রথম ডোজ দেওয়ার লক্ষ্য ঠিক করেছে সরকার। ওই দিনের ভিড় কিছুটা কমাতে আজ শুক্রবারও টিকাদান কেন্দ্র খোলা রাখার সিদ্ধান্ত হয়েছে। এদিকে গণটিকাদান কার্যক্রম ঘিরে দেশজুড়ে বিপুল উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। টিকার জন্য টিকাদান কেন্দ্রে মানুষের উপচেপড়া ভিড় হচ্ছে। রাজধানীতে গতকাল সকালে রাজধানীর গুলশান-২ এ ডিএনসিসি মার্কেটের সামনে কভিড-১৯ গণটিকাদান কর্মসূচি ও শোভাযাত্রার উদ্বোধন করেন।

কালে মেয়র আতিকুল ইসলাম বলেছেন, ট্রেড লাইসেন্স নেওয়ার সময় অবশ্যই টিকা সনদ দেখাতে হবে। অন্যান্য সেবা পেতেও টিকা সনদ দেখাতে হবে। তিনি বলেন, সরকার সবার জন্য টিকার ব্যবস্থা করেছে। কেউ টিকা নেবে, কেউ নেবে না- তা হবে না। সবাইকে টিকার আওতায় আসতে হবে।

সর্বশেষ খবর