শুক্রবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২২ ০০:০০ টা
৩৪ কোটি ৩৫ লাখ টাকা আত্মসাৎ

পি কে হালদারসহ ২১ জনের বিরুদ্ধে দুদকের আরও এক মামলা

নিজস্ব প্রতিবেদক

বিদেশে পলাতক এনআরবি গ্লোবাল ব্যাংক ও রিলায়েন্স ফাইন্যান্স লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রশান্ত কুমার (পি কে) হালদারসহ ২১ জনের বিরুদ্ধে আরও একটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ নিয়ে পি কে হালদার ও তার সহযোগীদের বিরুদ্ধে এ পর্যন্ত ২৮টি মামলা করেছে দুদক। গতকাল দুদকের সহকারী পরিচালক মো. রাকিবুল হায়াত বাদী হয়ে সংস্থাটির সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১-এ সবশেষ মামলাটি    করেন। নতুন এ মামলায় প্রশান্ত কুমার হালদার ছাড়া অন্য আসামিরা হলেন- ন্যাচার এন্টারপ্রাইজের পরিচালক মমতাজ বেগম, ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যানশিয়াল সার্ভিসের পরিচালক নওশেরুল ইসলাম, এফএএস ফাইন্যান্সের চেয়ারম্যান সিদ্দিকুর রহমান, ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, সাবেক পরিচালক আবুল শাহজাহান, উদ্দব মল্লিক, প্রদীপ কুমার নন্দী, অঞ্জন কুমার রায়, আতাহারুল ইসলাম, কাজী মাহজাবিন মমতাজ, মাহফুজা রহমান বেবি, সোমা ঘোষ, সাবেক ঊর্ধ্বতন কর্মকর্তা তাসনিয়া তাহসিন রোজালিন, সিনিয়র অফিসার মৌসুমী পাল, উপব্যবস্থাপনা পরিচালক নুরুল হক গাজী, ব্যবস্থাপক আহসান রাকিব, সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রাণ গৌরাঙ্গ রায়, জাহাঙ্গীর আলম ভূঁইয়া, ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান আকন্দ ও মীর ইমাদুল হক। এজাহারে বলা হয়- আসামিরা অসৎ উদ্দেশ্যে আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য ক্ষমতার অপব্যবহারপূর্বক একে অন্যের সহায়তায় প্রতারণা ও জাল জালিয়াতির মাধ্যমে ভূয়া ও কাগুজে প্রতিষ্ঠান ন্যাচার এন্টারপ্রাইজ লিমিটেডের নামে ঋণ গ্রহণের জন্য ভুয়া রেকর্ডপত্র প্রস্তুত করেছেন। পরে ন্যাচার এন্টারপ্রাইজ নামে ভুয়া ও কাগুজে প্রতিষ্ঠানের অনুকূলে এফএএস (ফাস) ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড থেকে ঋণ হিসেবে ৪৫ কোটি টাকা মঞ্জুর প্রদান করে ৩৪ কোটি ৩৫ লাখ টাকা উত্তোলন করে আত্মসাৎ করেন। অর্থ আত্মসাৎ ও ব্যাংক হিসাবে স্থানান্তর ও রূপান্তরের মাধ্যমে অবস্থান গোপন করে অর্থ পাচারের অপরাধ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় আসামিদের বিরুদ্ধে দন্ডবিধি, ১৮৬০-এর ৪০৯, ৪২০, ৪৬৮, ৪৭১, ১০৯ ও ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারা এবং মানি লন্ডারিং প্রতিরোধে আইন, ২০১২-এর ৪ (২), (৩) ধারায় মামলা করা হয়।

সর্বশেষ খবর