শুক্রবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২২ ০০:০০ টা

দুই মার্কেটে হামলায় পাঁচ ব্যবসায়ী আহত থানায় মামলা

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর নিউমার্কেট-সংলগ্ন ইসমাইল ম্যানশন ও চিশতিয়া মার্কেটে একদল তরুণ হামলা ও ভাঙচুর চালিয়েছে। ব্যবসায়ীদের দাবি, বুধবার রাত সাড়ে ৮টার দিকে ঢাকা কলেজের শতাধিক শিক্ষার্থী লাঠিসোঁটা নিয়ে অতর্কিত হামলা চালায়। এতে দুই মার্কেটের অন্তত পাঁচ ব্যবসায়ী আহত হয়েছেন। এদিকে, এ ঘটনায় গতকাল অজ্ঞাত শতাধিক লোককে আসামি করে নিউমার্কেট থানায় মামলা হয়েছে। হামলায় আহত ইসমাইল ম্যানশন মার্কেট সমিতির সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বলেন, মার্কেটের চতুর্থ তলায় তার কাপড়ের দোকান। সেখান থেকে তিনি দেখতে পান শতাধিক তরুণ মার্কেট ভাঙচুর করছেন। নিচে নেমে এসে জানতে পারেন তারা ঢাকা কলেজের শিক্ষার্থী। হামলার কারণ জানতে চাইলে শিক্ষার্থীরা তাকেও মারধর করেন। খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা আসেন এবং শিক্ষার্থীদের ধাওয়া করেন। পরে শিক্ষার্থীরা ঢাকা কলেজ ক্যাম্পাসের ভিতরে চলে যান। হামলার প্রতিবাদে বুধবার রাত ৯টার দিকে ইসমাইল ম্যানশন ও চিশতিয়া মার্কেটের ব্যবসায়ীরা মার্কেটের সামনের মিরপুর সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেন। এতে রাস্তার দুই দিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। রাত ১০টার দিকে পুলিশ ব্যবসায়ীদের রাস্তা থেকে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়। ডিএমপি রমনা বিভাগের এডিসি শাহেন শাহ জানান, মার্কেটের এক ব্যবসায়ী আরেক ব্যবসায়ীর কাছে টাকা পেতেন। ছাত্ররা এক ব্যবসায়ীর পক্ষে এসে হামলা ও ভাঙচুর করেন। নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স ম কাইয়ুম বলেন, এ ঘটনায় গতকাল অজ্ঞাত শতাধিক লোককে আসামি করে মার্কেট ব্যবসায়ীর পক্ষে একজন নিউমার্কেট থানায় মামলা করেন। ওই মামলায় এখন (গতকাল) পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

সর্বশেষ খবর