শুক্রবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২২ ০০:০০ টা

শাহজালালে ৭ কোটি টাকার সোনা জব্দ

নিজস্ব প্রতিবেদক

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি ফ্লাইটের ভিতর থেকে সাড়ে ১০ কেজি ওজনের ৯০ পিস সোনার বার জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতর (সিআইআইডি)। গতকাল সকালে দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট (বিজি-০৪৮) থেকে ওই সোনা জব্দ করা হয়। যার বাজার মূল্য ৭ কোটি ৩০ লাখ ৮০ হাজার টাকা। গতকাল রাজধানীর কাকরাইলে সিআইআইডি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সংস্থাটির মহাপরিচালক ড. মো. আবদুর রউফ। তিনি বলেন, সকাল সোয়া ৬টার দিকে দুবাই থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট ঢাকায় আসে। গোপন সংবাদে জানা যায়, ওই বিমানে সোনা চোরাচালান হতে পারে। পরে বিমানের ভিতরে তল্লাশি করা হয়। একপর্যায়ে ওই বিমানের আটটি সিটের নিচে পাইপের ভিতর সোনার অস্তিত্ব পাওয়া যায়। সেখানে অভিনব কায়দায় লুকানো কালো স্কচটেপে মোড়ানো ৯টি প্যাকেট উদ্ধার করা হয়। প্যাকেট খুলে ১০ কেজি ৫০০ গ্রাম ওজনের ৯০ পিস সোনার বার পাওয়া যায়। জব্দ সোনা সরকারি শুল্ক ফাঁকি দিয়ে চোরাচালানের উদ্দেশ্যে দেশে আনা হয়েছে, যা পরবর্তীতে যে কোনো পথে পাচারের আশঙ্কা ছিল। জব্দকৃত সোনা কাস্টমস হাউস, ঢাকায় জমা দেওয়া হয়েছে। কাস্টমস আইনে একটি বিভাগীয় মামলা এবং একটি ফৌজদারি মামলা করা হয়েছে। কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। বিমানটি জব্দ করা হলেও পরে তা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জিম্মায় দেওয়া হয়েছে।

সর্বশেষ খবর