শুক্রবার, ৪ মার্চ, ২০২২ ০০:০০ টা

পি কে হালদারসহ ২৮ জনের বিরুদ্ধে দুদকের দুই মামলা

নিজস্ব প্রতিবেদক

বিদেশে পলাতক এনআরবি গ্লোবাল ব্যাংক ও রিলায়েন্স ফাইন্যান্স লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রশান্ত কুমার (পি কে) হালদারসহ ২৮ জনের বিরুদ্ধে আরও দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল দুদকের উপপরিচালক গুলশান আনোয়ার প্রধান সংস্থাটির সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১-এ মামলাগুলো করেন। এ নিয়ে পি কে হালদার ও তার সহযোগীদের বিরুদ্ধে এ পর্যন্ত ২৮টি মামলা করল দুদক। মামলার এজাহারে আসামিদের বিরুদ্ধে দুটি কাগুজে প্রতিষ্ঠান বানিয়ে ঋণের নামে ৮২ কোটি টাকা আত্মসাতের অভিযোগ এনেছে দুদক। এ মামলায় পি কে হালদার ও ফাস ফাইন্যান্সের চেয়ারম্যান এম এ হাফিজসহ ২৮ জনকে আসামি করা হয়েছে।

মামলা দুটির আলাদা এজাহারে বলা হয়েছে- এস এ এন্টারপ্রাইজ নামক একটি অস্তিত্বহীন প্রতিষ্ঠান বানিয়ে তার বিপরীতে ফাস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট করপোরেশন থেকে ৪২ কোটি টাকা ঋণ নিয়ে এসব অর্থ আর ফেরত দেওয়া হয়নি। আরেক মামলার এজাহারে বলা হয়েছে- সন্দীপ করপোরেশন নামে আরেকটি ভুয়া প্রতিষ্ঠানের বিপরীতেও ৪০ কোটি টাকা ঋণ নেওয়া হয়েছে ফাস ফাইন্যান্স থেকে। এ অর্থও আর পরিশোধ হয়নি। দুই মামলায় ৮২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে পি কে হালদার ছাড়াও ফাস ফাইন্যান্সের চেয়ারম্যান এম এ হাফিজ, পরিচালক জাহাঙ্গীর আলম, উজ্জ্বল কুমার নন্দী, ১২ পরিচালকসহ ২৮ জনকে আসামি করা হয়।

সর্বশেষ খবর