বৃহস্পতিবার, ১০ মার্চ, ২০২২ ০০:০০ টা

ভাসানচরের পথে আরও ১৪৩৭ রোহিঙ্গা

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারে আশ্রয় নেওয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে ১২তম দফার প্রথম পর্বে আরও ১ হাজার ৪৩৭ রোহিঙ্গা ভাসানচরের উদ্দেশে উখিয়া ছেড়েছেন। গতকাল দুপুরে ২৭টি বাসে করে উখিয়া কলেজ মাঠ থেকে ভাসানচরের উদ্দেশে রওয়না হন তারা।

অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) মো. সামছুদ্দৌজা নয়ন জানান, ১২তম দফার প্রথম ধাপে ১ হাজার ৪৩৭ রোহিঙ্গা উখিয়া ছেড়েছেন। আজ দুপুরে তাদের ভাসানচর পৌঁছার কথা রয়েছে। তিনি জানান, এর আগে ১৬ ফেব্রুয়ারি ১১তম দফায় ১ হাজার ৬৫৪ জন এবং ৩০ জানুয়ারি দশম দফায় ১ হাজার ২৮৮ জন রোহিঙ্গা ভাসানচরে যায়।

এর আগে ২০২০ সালের ডিসেম্বর থেকে ২০২১ সালের ডিসেম্বর পর্যন্ত ৯ দফায় ২০ হাজার রোহিঙ্গাকে ভাসানচরে পাঠানো হয়। এ ছাড়া ২০২০ সালের মে মাসে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার চেষ্টা করা ৩০৬ রোহিঙ্গাকে সমুদ্র থেকে উদ্ধার করে সেখানে রাখা হয়। সরকারি তথ্য অনুযায়ী, ভাসানচরে ১ লাখ রোহিঙ্গা বসবাসের উপযোগী ১২০টি গুচ্ছগ্রামের অবকাঠামো তৈরি করা হয়েছে।

সর্বশেষ খবর