বৃহস্পতিবার, ১০ মার্চ, ২০২২ ০০:০০ টা

দেশব্যাপী স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ, ভোলায় মিছিল পণ্ড

নিজস্ব প্রতিবেদক

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে রাজধানী ঢাকাসহ সারা দেশে জেলা ও মহানগর পর্যায়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। এসব সমাবেশে সরকারের দুর্নীতি এবং অব্যবস্থাপনার কারণে চাল, ডালসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্য বেড়েছে বলে অভিযোগ করেছেন বক্তারা। একই সঙ্গে টিসিবির মাধ্যমে গ্রাম-শহরে সর্বত্র স্বল্পমূল্যে পণ্য সরবরাহের দাবি জানিয়েছেন নেতারা। তারা দেশব্যাপী নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক এই ঊর্ধ্বগতির জন্য সরকারি সিন্ডিকেটকে দায়ী করেছেন। ভোলা জেলায় সমাবেশ হলেও পুলিশি বাধায় বিক্ষোভ মিছিলটি প- হয়ে যায়।

দেশের বিভিন্ন এলাকা থেকে আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর-    

ভোলা : নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ভোলা জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। পরে বিক্ষোভ মিছিল নিয়ে রাস্তায় নামলে পুলিশের বাধার মুখে তা প- হয়ে যায়। গতকাল দুপুরে ভোলা জেলা বিএনপি কার্যালয়ে জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জামিল হোসেন ওয়াদুদের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি আলহাজ গোলাম নবী আলমগীর। বরিশাল : জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের আয়োজনে নগরীর সদর রোডের দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশে স্বেচ্ছাসেবক দলের মহানগর সভাপতি মাহবুবুর রহমান পিন্টুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দলের কেন্দ্রীয় সহসভাপতি ফরিদ আহম্মেদ। বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক ও সদস্য সচিব মীর জাহিদুল কবির, দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব আকতার হোসেন মেবুল। কুমিল্লা : কুমিল্লার মিছিলটি নগরীর মনোহরপুর, কান্দিরপাড় ও বাদুরতলাসহ বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। নরসিংদী : নরসিংদীতে বিকাল ৪টায় চিনিশপুরস্থ জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে বিক্ষোভ সমাবেশে জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি নাসির উদ্দিন (ভিপি নাসির) সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন। নোয়াখালী :  জেলা শহর মাইজদীর পৌর বাজারে নোয়াখালী জেলা শহর ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের ব্যানারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়। মাইজদী পৌরবাজারের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বড় মসজিদ মোড় পর্যন্ত গিয়ে তা শেষ হয়। জয়পুরহাট : দুপুরে শহরের স্টেশন রোড থেকে বিক্ষোভ  মিছিলটি শুরু হয়ে শহরের  সড়ক  প্রদক্ষিণ শেষে জেলা বিএনপির কার্যালয় এসে শেষ হয়। টাঙ্গাইল : টাঙ্গাইল শহরের ভিক্টোরিয়া রোডস্থ জেলা বিএনপি কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে দুপুরে এ বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালন করেন স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা।

এর আগে সমাবেশস্থলে আশপাশ এলাকা থেকে জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে আসেন।

সর্বশেষ খবর