বৃহস্পতিবার, ১৭ মার্চ, ২০২২ ০০:০০ টা

আলটিমেটাম সাত কলেজ শিক্ষার্থীদের

নিজস্ব প্রতিবেদক

৭২ ঘণ্টার আলটিমেটাম দিয়ে অবরোধ স্থগিত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা। গতকাল সকাল সাড়ে ১১টার দিকে ২০১৭-১৮, ২০১৮-১৯ ও ২০১৯-২০ সেশনের পরীক্ষার খাতা পুনর্বিবেচনা করাসহ তিন দফা দাবিতে নীলক্ষেত মোড় অবরোধ করেন তারা। গতকাল দুপুরে ঢাকা কলেজের শিক্ষক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আশ্বাসের পর ৭২ ঘণ্টার আলটিমেটাম দিয়ে অবরোধ স্থগিত করেন শিক্ষার্থীরা। ছাত্রছাত্রীদের দাবির মধ্যে রয়েছে- পরীক্ষার খাতা পুনির্ববেচনা করে নতুন রেজাল্ট দেওয়া, দর্শন বিভাগের ১০০ নম্বরের পরীক্ষার ৮০ নম্বর লিখিত ও ২০ নম্বর ইনকোর্স থেকে রাখা এবং প্রতি বছরের রেজাল্ট বিপর্যয়ের স্থায়ী সমাধান করা। আন্দোলনরত কবি নজরুল সরকারি কলেজের বাংলা বিভাগের শিক্ষার্থী সজীব বলেন, দাবি আদায়ে ৭২ ঘণ্টার আলটিমেটাম দিয়েছি। এর মধ্যে যৌক্তিক সমাধান না হলে আমরা আবারও কঠোর আন্দোলনের ঘোষণা দেব।

সর্বশেষ খবর