বৃহস্পতিবার, ১৭ মার্চ, ২০২২ ০০:০০ টা

বাবাকে খুন করে থানায় ছেলে

নিজস্ব প্রতিবেদক

রাজধানীতে বাবাকে খুন করে থানায় আত্মসমর্পণ করেছেন তার ছেলে। পুলিশ জানিয়েছে, আত্মসমর্পণ করা শেখ মো. নাসির বাবার হত্যার দায় স্বীকার করে নিজের বিচার দাবি করলে তাকে আটক করা হয়। গতকাল সকালে রাজধানীর ভাটারা থানা এলাকায় এ ঘটনা  ঘটে। নিহত শেখ মো. সেলিম (৭০) ঠিকাদার ছিলেন।

পুলিশ সূত্র জানায়, নিহত শেখ মো. সেলিমের সঙ্গে কথাকাটাকাটির একপর্যায়ে হাতুড়ি দিয়ে তার মাথায় আঘাত করেন ছেলে নাসির। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। বেলা ২টার দিকে নাসির ভাটারা থানায় গিয়ে আত্মসমর্পণ করে বলেন, তিনি বাবাকে খুন করেছেন। এই হত্যার জন্য তিনি নিজের বিচার চান। পরে পুলিশ ওই বাসা থেকে শেখ  সেলিমের লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুর রহমান সাংবাদিকদের বলেন, জিজ্ঞাসাবাদে শেখ নাসির বলেছেন, তার মা দীর্ঘদিন ধরে অসুস্থ। কিন্তু সচ্ছল বাবা তার মাকে ডাক্তার দেখাচ্ছিলেন না। এতে ক্ষুব্ধ হয়ে তিনি বাবার মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করেন।

সর্বশেষ খবর