সোমবার, ২১ মার্চ, ২০২২ ০০:০০ টা

ফ্যামিলি কার্ডে টিসিবির পণ্য বিতরণ

প্রতিদিন ডেস্ক

ফ্যামিলি কার্ডে টিসিবির পণ্য বিতরণ

ফ্যামিলি কার্ডে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য বিতরণ শুরু হয়েছে। এ বিষয়ে আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর-

চট্টগ্রাম : গতকাল  বেলা সাড়ে ১১টার দিকে নগরের দুই নম্বর গেট সংলগ্ন একটি কনভেনশন সেন্টারে ফ্যামিলি কার্ডে টিসিবির পণ্য বিতরণ উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. মমিনুর রহমান। চট্টগ্রাম জেলায় ৫ লাখ ৩৫ হাজার টিসিবির কার্ড বিতরণ করা হচ্ছে। একজন সুবিধাভোগী ৫৫ টাকা দামে দুই কেজি চিনি, ৬৫ টাকা করে দুই কেজি মসুর ডাল ও ১১০ টাকা দামে সর্বোচ্চ দুই লিটার তেল কিনতে পারবেন। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলবে পণ্য বিক্রি কার্যক্রম। 

উদ্বোধনকালে জেলা প্রশাসক মো. মমিনুর রহমান বলেন, নিম্নবিত্ত ও স্বল্প আয়ের লোকজন টিসিবির রেশন কার্ডের মাধ্যমে উপকৃত হবেন। ন্যায্য ও সাশ্রয়ী মূল্যে তারা নিত্যপ্রয়োজনীয় পণ্য ক্রয় করতে পারবেন। এর মধ্য দিয়ে অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট ভেঙে দেওয়া হবে। গতকাল প্রথম দফায় শুরু হওয়া কার্যক্রম চলবে আগামী ৩০ মার্চ পর্যন্ত। দ্বিতীয় দফার কার্যক্রম শুরু হবে ১৫ এপ্রিল।

ঠাকুরগাঁও : টিসিবির ফ্যামিলি কার্ড দিতে ঠাকুরগাঁও সদরের ২১ নম্বর ঢোলারহাট ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বারদের বিরুদ্ধে নগদ অর্থ গ্রহণের অভিযোগ উঠেছে। অবশ্য ইউপি চেয়ারম্যান কার্ড লেখার খরচ বাবদ ১০ টাকা করে গ্রহণের কথা স্বীকার করেছেন। জানা গেছে, ঠাকুরগাঁও সদরের ২২টি ইউনিয়নের মধ্যে ২১ নম্বর ঢোলারহাট ইউনিয়নে ৯১১টি পরিবারের মাঝে টিসিবি কার্ড বরাদ্দ দেওয়া হয়। এসব কার্ড গ্রহণে স্থানীয় মেম্বার ও মহিলা মেম্বাররা সুবিধাভোগী ব্যক্তিদের ডেকে নিয়ে ২০০ থেকে ৫০০ পর্যন্ত টাকা গ্রহণ করে এসব কার্ড দেন। স্থানীয় মহিলা আওয়ামী লীগের সভাপতি লিজা বিশ্বাসসহ অনেকেই কার্ড প্রদানে টাকা গ্রহণের অভিযোগ করেছেন।

ময়মনসিংহ : গতকাল সকাল ১০টায় ত্রিশাল পৌরসভা মিলনায়নে বিশেষ কার্ডের মাধ্যমে বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার মো. শফিকুর রেজা বিশ্বাস। এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক, বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব আসমা সুলতানা, ত্রিশাল পৌর মেয়র এ বি এম আনিছুজ্জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আক্তারুজ্জামানসহ কাউন্সিলর ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রথম দিনে ৪১ হাজার ২৮২ জন মানুষের মাঝে ভর্তুকি মূল্যে এ টিসিবি পণ্য বিক্রি করা হয়েছে। সকাল ১০টা থেকে ময়মনসিংহ নগরীর তিনটি ওয়ার্ডের ৮টি স্পটে এবং জেলার ১৩টি উপজেলার ৬৪টি স্পটে পণ্য বিক্রি করা হয়। সাতক্ষীরা : সাতক্ষীরা জেলাব্যাপী স্বল্প আয়ের ফ্যামিলি কার্ডধারী মানুষের মাঝে আনুষ্ঠানিকভাবে টিসিবি পণ্য বিক্রয় শুরু হয়েছে।  গতকাল সকালে সাতক্ষীরা সরকারি স্কুল মাঠে এ পণ্য বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেন, সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

নীলফামারী : নীলফামারীতে শুরু হয়েছে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। গতকাল বেলা ১১টার দিকে সদরের রামগঞ্জ বাজারে কার্ডধারীদের হাতে পণ্য তুলে দিয়ে জেলায় একযোগে বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন। পঞ্চগড় : পঞ্চগড়ে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন রেলপথমন্ত্রী অ্যাডভোকেট নূরুল ইসলাম সুজন (্এমপি)। গতকাল সকালে পঞ্চগড় বিপি সরকারি উচ্চবিদ্যালয় মাঠে পৌরসভা এলাকার নিম্ন আয়ের মানুষের মাঝে টিসিবির এ পণ্য তুলে দেন তিনি।

টাঙ্গাইল : টাঙ্গাইলের ১২টি উপজেলায় ১ লাখ ৬৮ হাজার ৭১১টি নিম্ন আয়ের পরিবারকে প্রথম দফায় ভর্তুকিতে কম মূল্যে সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে পণ্য বিতরণ শুরু হয়েছে।

রাঙামাটি : গতকাল সকাল সাড়ে ৯টায় রাঙামাটি শহরের আসামবস্তী এলাকায় এ কার্যক্রম উদ্বোধন করেন খাদ্য মন্ত্রণালয় সস্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সংসদ সদস্য দীপংকর তালুকদার। এ সময় রাঙামাটি জেলা প্রশাসক মো. মিজানুর রহমান, পৌর মেয়র মো. আকবর হোসেন চৌধূরী ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাছমা বিনতে আমিন উপস্থিত ছিলেন। রাজশাহী : রাজশাহীতে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টিসিবির পণ্য বিক্রি শুরু হয়েছে। গতকাল সকালে নগরীর মহিষবাথান কলোনি মাঠে টিসিবির পণ্য বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার জি এস এম জাফরউল্লাহ। রাজবাড়ী : রাজবাড়ীতে ৬৭ হাজার ৩৬৩টি পরিবারের মাঝে সাশ্রয়ী মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু হয়েছে।

গতকাল সকালে রাজবাড়ীর পৌরসভার বাজার পাঠশালা প্রাথমিক বিদ্যালয় মাঠে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু কায়সার খান।

পিরোজপুর : পিরোজপুরে ৭৭ হাজার দরিদ্র অসহায় স্বল্প আয়ের প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে ভর্তুকিমূল্যে ডাল, তেল, চিনি বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। সকাল ১০টা থেকে টিসিবির এসব পণ্য বিতরণ শুরুর কথা থাকলেও কয়েক ঘণ্টা দেরিতে শুরু হয় কার্যক্রম। ফলে এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন অনেকেই।

নেত্রকোনা : নানা অব্যবস্থাপনার মধ্যে জেলা প্রশাসক কাজি মো. আবদুর রহমান নেত্রকোনায় ফ্যামিলি কার্ডে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করেছেন। গতকাল সকাল থেকে ক্রেতারা অপেক্ষা করলেও বেলা ১২টার দিকে পণ্য নিয়ে ট্রাক ঢোকে। ফলে তপ্ত রোদের মধ্যে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে-বসে অপেক্ষা করেন হতদরিদ্রসহ নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির শত শত মানুষ।

নাটোর : নাটোরে সদর উপজেলার তেবাড়িয়া ইউনিয়ন পরিষদ   চত্বরে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক শামীম আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন ফোকাল পয়েন্ট অফিসার অতিরিক্ত জেলা প্রশাসক নাদিম সারওয়ার, সদর উপজেলা নির্বাহী অফিসার   আফরোজা খাতুন, ইউনিয়ন চেয়ারম্যান ওমর আলী প্রধানসহ   জেলার গণমাধ্যম কর্মীরা। মেহেরপুর : মেহেরপুরে টিসিবির পণ্য বিক্রয়ের উদ্বোধন করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। সকালে মেহেরপুর শহীদ শামসুজ্জোহা নগর উদ্যানে উদ্বোধনী অনুষ্ঠানে জলা প্রশাসক ড. মুহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী। 

লক্ষ্মীপুর : সকালে পৌর মেয়রের বাসভবনের সামনে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোছাইন আকন্দ। একই সঙ্গে রায়পুর, রামগতি, কমলনগর ও রামগঞ্জেও এসব টিসিবির পণ্য ভর্তুকি মূল্যে বিতরণের কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। খুলনা : খুলনায় ফ্যামিলি কার্ডের মাধ্যমে সুলভমূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু হয়েছে। প্রথম দিনে নগরীর ১, ২, ৩ ও ৪ নম্বর ওয়ার্ডে ১৬টি ট্রাকে করে চিনি, তেল, ডাল বিক্রি করা হয়। একই সঙ্গে উপজেলা পর্যায়ে ২১টি পয়েন্টেও টিসিবির পণ্য বিক্রি করা হয়েছে। খাগড়াছড়ি : খাগড়াছড়িতে শুরু হয়েছে টিসিবির বিশেষ ট্রাকসেল কার্যক্রম। গতকাল সকাল থেকে জেলার নয় উপজেলায় ইউনিয়ন পর্যায়ে শুরু হয়েছে এ কার্যক্রম। সংশ্লিষ্টরা জানান, সরকারের বিশেষ এ কার্যক্রম মাঠপর্যায়ে সুস্থভাবে বাস্তবায়নের লক্ষে পর্যবেক্ষণ করা হচ্ছে। জয়পুরহাট : জয়পুরহাটে নিম্নআয়ের কার্ডধারী পরিবারকে সরকারের ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু হয়েছে। সকালে জয়পুরহাট পৌর শহরের বুলুপাড়া এলাকায় এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক শরীফুল ইসলাম।  যশোর : ফ্যামিলি কার্ডের মাধ্যমে যশোরে টিসিবির পণ্য বিক্রি শুরু হয়েছে। গতকাল সকালে যশোর উপশহর বি-ব্লক বাজারে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. তমিজুল ইসলাম খান। জামালপুর : জামালপুরে ফ্যামিলি কার্ডের মাধ্যমে নিম্ন আয়ের পরিবারের জন্য স্বল্প মূল্যে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম শুরু হয়েছে। দুপুরে সদর উপজেলার শরিফপুর ইউনিয়নে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মো. মোজাফ্ফর হোসেন। হিলি (দিনাজপুর) : হিলিতে নিম্ন আয়ের মানুষের জন্য ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম শুরু হয়েছে। বাজারের চেয়ে কম মূল্যে পণ্য পেয়ে খুশি কার্ডধারী নিম্নআয়ের মানুষ। তবে পণ্য পেতে বিলম্ব হওয়া এবং ছোলা ও খেজুর না দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন অনেকে। গোপালগঞ্জ : গোপালগঞ্জে ডিলারের মাধ্যমে টিসিবি পণ্য বিক্রি শুরু হয়েছে। প্রথম দিন সদর ও টুঙ্গিপাড়ার দুটি স্পটে ১ হাজার ৭৯ জনের মধ্যে পারিবারিক কার্ডের ভিত্তিতে মালামাল বিক্রি করা হয়। সকাল ১০টায় সদর উপজেলার লতিফপুর ইউনিয়নের কাজির বাজার এলাকায় টিসিবি পণ্য বিক্রির আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক শাহিদা সুলতানা। দিনাজপুর : গতকাল দিনাজপুর চেহেলগাজী শিক্ষানিকেতন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণ শেখপুরা ইউনিয়ন পরিষদ চত্বরে পবিত্র রমজান মাস উপলক্ষে ভর্তুকি মূল্যে নিম্ন আয়ের মানুষের নিকট টিসিবির নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রয় কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হুইপ ইকবালুর রহিম।  ধামরাই (ঢাকা) : ধামরাইয়ে বিশেষ কার্ডে টিসিবির পণ্য বিক্রির উদ্বোধন করা হয়েছে। গতকাল ধামরাই পৌর এলাকার সীমা সিনেমা হলে পাশে স্থানীয় এমপি বেনজীর আহমদ ও পৌরসভার মেয়র গোলাম কবির এ পণ্যের উদ্বোধন করেন।

চাঁপাইনবাবগঞ্জ : সকালে জেলা প্রশাসক এ কে এম গালিভ খান শহরের হরিমোহন উচ্চবিদ্যালয় মাঠে এ কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক এমপি মুহা. জিয়াউর রহমান, সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা রহুল আমীন, জেলা পরিষদের চেয়ারম্যান আশরাফুল হক, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র মোখলেসুর রহমান প্রমুখ।

চাঁদপুর : সকাল ১১টায় সদর উপজেলার রামপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে কার্যক্রমের উদ্বোধন করেন চাঁদপুর জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ।

ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় ভর্তুকি মূল্যে নিম্ন আয়ের মানুষের কাছে টিসিবির নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রী বিক্রয় কার্যক্রমের ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। সদর উপজেলা যুবলীগের সভাপতির নামে-বেনামে একাধিক ডিলারশিপ ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষকের নামেও ডিলারশিপ থাকার অভিযোগ পাওয়া গেছে।

বগুড়া : গতকাল সকাল ৯টায় সদরের ফাঁপোর ইউনিয়নে এ কর্মসূচি উদ্বোধন করেন জেলা প্রশাসক জিয়াউল হক। এ সময় সদর উপজেলা চেয়ারম্যান আবু সুফিয়ান সফিক, অতিরিক্ত পুলিশ সুপার আলী হায়দার চৌধুরী, সদর ইউএনও সমর কুমার পাল, সহকারী কমিশনার (ভূমি) নুরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান মেহেদী হাসান উপস্থিত ছিলেন।

বরিশাল : গতকাল বেলা ১২টায় বরিশাল সদর উপজেলার রায়পাশা কড়াপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ও সদর আসনের সংসদ সদস্য কর্নেল (অব.) জাহিদ ফারুক এমপি।

সর্বশেষ খবর