সোমবার, ২১ মার্চ, ২০২২ ০০:০০ টা

দুর্নীতি মামলায় মুফতি ইজহারের কারাদন্ড

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক নায়েবে আমির ও ইসলামী ঐক্যজোটের একাংশের সভাপতি মুফতি ইজহারুল ইসলাম চৌধুরীকে দুর্নীতি মামলায় দুই বছরের সশ্রম কারাদন্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ের আরও দুই মাসের কারাদন্ড দেওয়া হয়েছে। গতকাল তার উপস্থিতিতে এই রায় ঘোষণা দেন চট্টগ্রাম বিভাগীয় বিশেষ আদালতের বিচারক মুন্সী আবদুল মজিদ। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী কাজী ছানোয়ার আহমেদ লাবলু বলেন, দুদকের মামলায় মুফতি ইজহারুল ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে দুই বছরের সশ্রম কারাদন্ড দিয়েছে আদালত। একই সঙ্গে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়। রায় ঘোষণার পর মুফতি ইজহারকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত।

আদালত সূত্রে জানা যায়, ২০১৩ সালের ১৭ জুন সম্পদের হিসাব চেয়ে মুফতি ইজহারকে নোটিস দেওয়ার সিদ্ধান্ত নেয় দুদক। ২৮ জুলাই তাকে নোটিস দেওয়া হয়। নোটিসের জবাব না দেওয়ায় একই বছরের ১৭ সেপ্টেম্বর মুফতি ইজহারের বিরুদ্ধে খুলশী থানায় মামলা করা হয়। ২০১৪ সালের ২১ এপ্রিল এ মামলার চার্জশিট দেয়। ২৮ এপ্রিল আদালত অভিযোগপত্র গ্রহণ করে। ১২ মে আসামির বিরুদ্ধে চার্জ গঠন করা হয়। চলতি বছরের ২২ এপ্রিল আসামি মুফতি ইজহারের সাফাই সাক্ষ্য দেওয়ার দিন নির্ধারিত ছিল। ইজহার আদালতে হাজির হয়ে সাক্ষ্য দিতে অপারগতা প্রকাশ করেন। দেশের কওমি অঙ্গনে আলোচিত সমালোচিত মুফতি ইজহার। জঙ্গিবাদের পৃষ্ঠপোশকতা, জঙ্গি প্রশিক্ষণসহ নানা অভিযোগ রয়েছে মুফতি ইজহার ও তার ছেলে হারুন ইজহারের বিরুদ্ধে। আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন লস্কর-ই-তৈয়বা ও আল-কায়েদার সঙ্গে তাদের সম্পৃক্ততার তথ্য বিভিন্ন সময় গণমাধ্যমে এসেছে। একটি বিদেশি দূতাবাস হামলার পরিকল্পনার অভিযোগে ২০১০ সালে ইজহার ও হারুন ইজহারকে গ্রেফতার করে ঢাকার গোয়েন্দা পুলিশ। ২০১৩ সালে লালখান বাজার মাদরাসায় গ্রেনেড তৈরির সময় বিস্ফোরণের ঘটনায় মুফতি ইজহার ও হারুন ইজহারকে গ্রেফতার করে পুলিশ।

সর্বশেষ খবর