বুধবার, ২৩ মার্চ, ২০২২ ০০:০০ টা

নীলক্ষেত মোড় অবরোধ সাত কলেজ শিক্ষার্থীদের

নিজস্ব প্রতিবেদক

নীলক্ষেত মোড় অবরোধ সাত কলেজ শিক্ষার্থীদের

নীলক্ষেত মোড় গতকাল অবরোধ করেন ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা -বাংলাদেশ প্রতিদিন

তিন দফা দাবিতে গতকাল নীলক্ষেত মোড় অবরোধ করেন ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা। বেলা সাড়ে ১১টায় দুই শতাধিক আন্দোলনকারী নীলক্ষেত মোড়ে অবস্থান নেন। এতে দুর্ভোগে পড়েন নীলক্ষেত, নিউমার্কেটসহ আশপাশের এলাকার মানুষ। বিকাল ৩টার দিকে শিক্ষার্থীরা অবরোধ তুলে নিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

আন্দোলনকারীরা জানান, করোনা সংক্রমণের  কারণে ২০১৭-১৮, ২০১৮-১৯, ২০১৯-২০ সেশনের সব বিভাগের অকৃতকার্য শিক্ষার্থীদের প্রমোশন দেওয়াসহ তিন দফা দাবিতে গত ১৬ মার্চ নীলক্ষেত মোড় অবরোধ করেছিলেন তারা। পরে শিক্ষকদের আশ্বাসে ৭২ ঘণ্টার আলটিমেটাম দিয়ে আন্দোলন স্থগিত করা হয়। কিন্তু এর বেশি সময় পেরিয়ে গেলেও কোনো সমাধান না পেয়ে গতকাল ফের অবরোধ করেন তারা।

আন্দোলনের সমন্বয়ক সরকারি বাংলা কলেজের শিক্ষার্থী সাগর নেওয়াজ বলেন, আমাদের সমস্যা সমাধান ও দাবি মেনে নিতে কোনো পদক্ষেপ দেখতে পাইনি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব।

 

শিক্ষার্থীদের দাবির মধ্যে আরও রয়েছে- ২০১৭-১৮, ২০১৮-১৯, ২০১৯-২০ সেশনের সব বিভাগের অকৃতকার্য শিক্ষার্থীদের প্রমোশন দিয়ে পরবর্তী বর্ষে পরীক্ষার সুযোগ দিতে হবে। দর্শন বিভাগের প্রশ্নের মান বণ্টন পরিবর্তন করতে হবে। গণহারে ফেল করার কারণ ও প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে।

সর্বশেষ খবর