বুধবার, ২৩ মার্চ, ২০২২ ০০:০০ টা
শীতলক্ষ্যায় লঞ্চডুবি

আরও তিন লাশ উদ্ধার, মৃতের সংখ্যা বেড়ে ১১

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে কার্গো জাহাজের ধাক্কায় লঞ্চডুবির ঘটনায় নিখোঁজ আরও তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মোট ১১ জনের মরদেহ উদ্ধার করা হলো। গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত এ তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। তারা হলেন- মুন্সীগঞ্জের মোসলেম উদ্দিন হাতেম (৫৫), ঢাকা ডেমরার বাসিন্দা আবদুল্লাহ আল জাবের (৩০) ও তিন বছরের শিশু আরোহী।

গতকাল বিকাল পর্যন্ত নিখোঁজ রয়েছেন জোবায়ের হোসেন নামে এক যুবক। নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফীন জানান, লঞ্চডুবির ঘটনায় আরও তিনজনের মরদেহ উদ্ধার হয়েছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ নিয়ে লাশের সংখ্যা দাঁড়াল ১১। তিনি আরও জানান, নিখোঁজ আরেকজনের জন্য নদীতে তল্লাশি জারি রয়েছে। ফায়ার সার্ভিস সূত্র জানায়, এখন পর্যন্ত লঞ্চডুবির ঘটনায় দুজনসহ ১১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এরা হলেন- সোনারগাঁও হরিয়ান প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষিকা উম্মে খাইরুন ফাতিমা (৪০), মুন্সীগঞ্জ পৌরসভার উত্তর ইসলামপুর এলাকার জয়নাল ভূঁইয়া (৫০), রমজানবেগ এলাকার আরিফা (৩৫), তার শিশু সন্তান সাফায়েত হোসেন (দেড় বছর), গজারিয়া উপজেলার ইস্পাহানি চরের স্মৃতি রানী বর্মণ, পটুয়াখালীর মির্জাগঞ্জের আজিজের মেয়ে সালমা (৩৩), একই এলাকার ইউনুস খলিফার মেয়ে ফাতেমা (৭), ডেমরার বাসিন্দা আবদুল্লাহ আল জাবের (৩০), তিন বছরের শিশু আরোহী, মুন্সীগঞ্জের মোসলেম উদ্দিন হাতেম (৫৫) ও একজন অজ্ঞাত। এখনো নিখোঁজ রয়েছেন জোবায়ের হোসেন। প্রসঙ্গত, গত রবিবার দুপুর ২টা ১০ মিনিটের দিকে নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীর কয়লাঘাট অংশে রুপসী-৯ নামে কার্গো জাহাজের ধাক্কায় মুন্সীগঞ্জগামী লঞ্চ এমভি আশরাফ উদ্দিন ডুবে যায়। সোমবার ভোরে লঞ্চটি উদ্ধার করেছে উদ্ধারকারী জাহাজ প্রত্যয়। এ সময় লঞ্চের ভিতরে কোনো মরদেহ পাওয়া যায়নি। এ ঘটনায় কার্গো জাহাজটির চালকসহ সব স্টাফ আটকের পর তারা তিন দিনের রিমান্ডে রয়েছেন। এ ছাড়া কার্গো জাহাজের বিরুদ্ধে বিআইডব্লিটিআইএ দুটি মামলা করেছে।

সর্বশেষ খবর