বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকারের উদ্দেশে বলেছেন, এখনো সময় আছে নিরপেক্ষ নির্বাচনের জন্য নির্দলীয় নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করুন, অন্যথায় পালানোর পথ খুঁজে পাবেন না। গতকাল বিকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে মহান স্বাধীনতা দিবসের শোভাযাত্রার উদ্বোধনী বক্তব্যে সরকারের প্রতি এ হুঁশিয়ারি দেন তিনি। র্যালিতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতা-কর্মী অংশ নেন। এ সময় নয়াপল্টন-ফকিরাপুল এবং আশপাশের এলাকায় যান চলাচল বন্ধ থাকে।
দলীয় প্রধান খালেদা জিয়াকে প্রথম নারী মুক্তিযোদ্ধা হিসেবে আখ্যা দিয়ে ফখরুল বলেন, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া ১৯৭১ সালে চট্টগ্রামে মুক্তিযোদ্ধাদের অনুপ্রাণিত করেছিলেন। নয় মাস কারাবরণ করেছেন।
এর আগে গতকাল বেলা ১১টার দিকে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে শেরেবাংলা নগরের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে পুষ্পার্ঘ্য অর্পণ শেষে সাংবাদিকদের মির্জা ফখরুল বলেন, ‘১৯৭১ সালের এই দিনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন। যার মধ্যদিয়ে সমগ্র জাতি মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়তে অনুপ্রাণিত হয়েছিল। দীর্ঘ নয় মাস যুদ্ধ করে আমরা স্বাধীন হয়েছিলাম।’এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ব্যারিস্টার শাহজাহান ওমর বীরউত্তম, আবুল খায়ের ভূঁইয়া, আমান উল্লাহ আমান, আমিনুল হক, আবদুস সালাম, রুহুল কবির রিজভী আহমেদ, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, খায়রুল কবির খোকন, হাবিব-উন নবী খান সোহেল, ফজলুল হক মিলন, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী প্রমুখ।