শনিবার, ২৩ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

সারা দেশে বৃষ্টি জনজীবনে স্বস্তি

নিজস্ব প্রতিবেদক

বেশ কয়েক দিন ধরে তীব্র গরম পড়েছে ঢাকায়। উত্তপ্ত সড়কে যেন আগুন ঝরেছে। এই তীব্র গরম কমিয়ে জনজীবনে স্বস্তি আনতে নেমেছে বৃষ্টি। গতকাল সকাল থেকে আকাশজুড়ে ঝলমলে রোদ থাকলেও বেলা ৩টার দিকে হঠাৎ আকাশ কালো মেঘে ঢেকে যায়। হঠাৎ করেই ঝমঝম করে নামে বৃষ্টি। অল্প সময়ের মধ্যেই রাজধানীর অনেক সড়কে পানি জমে যায়। বেলা সোয়া ৩টার পর রাজধানীজুড়ে মুষলধারে বৃষ্টি শুরু হয়। তার সঙ্গে বৈশাখী ঝড়ের তীব্রতা না থাকলেও দমকা হাওয়া ছিল। আবহাওয়া অধিদফতর বলেছে,  কোথাও কোথাও শিলাবৃষ্টিসহ কালবৈশাখী হতে পারে।

দেশের আবহাওয়া অধিদফতর গতকাল বিকালে বলেছে, ঢাকার দিকে একটি বড় মেঘমালা এগিয়ে আসছে। আরও বৃষ্টি হতে পারে। এদিকে ঈদ আসন্ন হওয়ায় রাজধানীতে এখন চলছে কেনাকাটার ধুম। প্রতিটি বিপণিবিতানে ব্যাপক গ্রাকদের আনাগোনা। যারা ঈদের কেনাকাটা করতে বিপণিবিতানে গেছে বা বের হয়েছে তাদের কিছুটা ভোগান্তিতে ফেলে দেয় গতকাল বিকালের হঠাৎ বৃষ্টি।

সর্বশেষ খবর