শনিবার, ১৪ মে, ২০২২ ০০:০০ টা

‘শিখণ্ডী কথা’র মঞ্চায়ন শুরু

সাংস্কৃতিক প্রতিবেদক

‘শিখণ্ডী কথা’র মঞ্চায়ন শুরু

হিজড়া সমাজের মানুষের সুখ-দুঃখ নিয়ে ‘শিখণ্ডী কথা’ নাটকের তিন দিনের প্রদর্শনীর আয়োজন করেছে মহাকাল নাট্য সম্প্রদায়। গতকাল নাটক সরণীখ্যাত বেইলি রোডের মহিলা সমিতি মিলনায়তনে তিন দিনের প্রদর্শনীর প্রথম দিনের মঞ্চায়ন অনুষ্ঠিত হয়। আনন জামান রচিত এ নাটকটির নির্দেশনায় রয়েছেন রশীদ হারুন। লিঙ্গ বৈষম্যের শিকার মানুষের সুখ-দুঃখ নিয়েই বিন্যাস্ত হয়েছে ‘শিখণ্ডী কথা’ নাটকের কাহিনি।

বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- পলি বিশ্বাস, রিপন রনি, সম্রাট, সুরেলা নাজিম, মো. শাহনেওয়াজ, কানিজ ফাতেমা লিসা, সৈয়দ ফেরদৌস ইকরাম, শিবলী সরকার, কামরুজ্জামান সবুজ, বাহার সরকার, আনন জামান, ফারুক আহমেদ সেন্টু, বিথুন আহমেদ, সামিউল জীবন, শাহরিয়ার পলিন, স্বপ্নীল, সোহেল আহমেদ, ইকবাল চৌধুরী, রাসেল আহমেদ, তারক দাস, মো. আহাদ, নাবিল হাসান, রাকিব হাসান, মায়া, কোনাল আলী সাথী, শান্ত, নওশাদ, মনিরুল আলম কাজ, মীর জাহিদ হাসান প্রমুখ।

আজ একই সময়ে একই মঞ্চে অনুষ্ঠিত হবে নাটকটির ১৮০তম মঞ্চায়ন আর আগামীকাল সন্ধ্যায় শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে ১৮১তম মঞ্চায়নের মধ্য দিয়ে শেষ হবে ‘শিখণ্ডী কথা’র তিন দিনের মঞ্চায়ন।

অলিয়ঁস ফ্রঁসেজে ‘দাঁড়াও, ঢাকা’ শীর্ষক প্রদর্শনী : বশীর আহমেদ সুজনের আলোকচিত্র নিয়ে অলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার লা গ্যালারিতে শুরু হলো ‘দাঁড়াও, ঢাকা’ শীর্ষক প্রদর্শনী। ঢাকার রাস্তায় ২০০৬ থেকে ২০১৫ সালের মাঝামাঝি সময়ে তোলা বিভিন্ন ছবি দিয়ে সাজানো হয়েছে এ প্রদর্শনীটি। পাশাপাশি করোনাকালীন কিছু ছবিও প্রদর্শনীতে অন্তর্ভুক্ত করা হয়েছে। দুনিয়াদারি আর্কাইভের আয়োজনে শুরু হওয়া এ প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় জাদুঘরের মহাপরিচালক খোন্দকার মোস্তাফিজুর রহমান। এতে বিশেষ অতিথি ছিলেন আলোকচিত্রী নাসির আলী মামুন। আরও উপস্থিত ছিলেন অলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার পরিচালক ফ্রঁসোয়া ঘ্রোজঁ ও স্থপতি নুরুর রহমান খান। প্রদর্শিত আলোকচিত্রগুলো নিয়ে উদ্বোধনী অনুষ্ঠানে ‘দাঁড়াও, ঢাকা’ নামের একটি  বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।

লা গ্যালারি রবিবার সাপ্তাহিক বন্ধ ছাড়া সোম থেকে শনিবার বিকাল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে প্রদর্শনীর গ্যালারি। প্রদর্শনীটি শেষ হবে ২১ মে শনিবার।

সর্বশেষ খবর