রবিবার, ২৯ মে, ২০২২ ০০:০০ টা

বদলে যাচ্ছে ইউক্রেন যুদ্ধের গতি, অগ্রসর হচ্ছে রুশ বাহিনী

প্রতিদিন ডেস্ক

বদলে যাচ্ছে ইউক্রেন যুদ্ধের গতি, অগ্রসর হচ্ছে রুশ বাহিনী

ইউক্রেনে গোলায় ক্ষতিগ্রস্ত একটি ভবন -এএফপি

লুহানস্ক অঞ্চলের শেষ পকেটগুলো থেকে ইউক্রেনীয় বাহিনী পশ্চাদপসরণ করতে শুরু করেছে। পূর্বাঞ্চলে রুশ বাহিনী ক্রমাগত অগ্রগতি অর্জন করতে থাকায় তিন মাসের ইউক্রেন যুদ্ধের গতি পরিবর্তিত হয়ে যাচ্ছে। সূত্র : রয়টার্স

খবরে বলা হচ্ছে, পূর্বাঞ্চল থেকে ইউক্রেনীয় বাহিনী প্রত্যাহার করা হলে তা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে তার লুহানস্ক ও দোনেস্ক অঞ্চল পুরোপুরি দখলের লক্ষ্যের কাছাকাছি নিতে পারে। দনবাস নামে পরিচিত এ দুই এলাকায়ই পুতিনের বাহিনী অগ্রগতি অর্জন করে চলেছে। এদিকে লুহানস্কের গভর্নর সেরহি হাইদাই জানিয়েছেন, রাশিয়ার সেনারা বেশ কয়েক দিন ধরে সিয়েভিয়ারোদোনেস্ক শহরে ইউক্রেনের  সেনাদের ফাঁদে ফেলার চেষ্টা করার পর এখন সেখানে প্রবেশ করেছে। এক টেলিগ্রাম পোস্টে তিনি বলেছেন, ‘সম্ভবত চারদিক থেকে ঘেরাও হয়ে না পড়ার জন্য এখন আমাদের পশ্চাদপসরণ করতে হতে পারে।’ অন্যদিকে রাশিয়াপন্থি ইউক্রেনীয় বিচ্ছিন্নতাবাদীরা জানিয়েছে, তারা এখন সিয়েভিয়ারোদোনেস্কের পশ্চিমে রেলওয়ে কেন্দ্র লেমান নিয়ন্ত্রণ করছে। তবে ইউক্রেন দাবি করেছে, রাশিয়া লেমানের অধিকাংশ এলাকা দখল করে নিয়েছে, কিন্তু দক্ষিণে স্লোভিনস্কের দিকে রুশ বাহিনীর অগ্রযাত্রা রুখে দেওয়া হয়েছে।

প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ‘আমাদের বর্তমান প্রতিরক্ষা সম্পদের ক্ষমতা অনুযায়ী যতটা সম্ভব ইউক্রেন তার ভূখণ্ড রক্ষা করার চেষ্টা করছে।’ 

 

 

সর্বশেষ খবর