রবিবার, ২৯ মে, ২০২২ ০০:০০ টা

গুমের শিকার ব্যক্তিদের মায়ের কোলে ফিরিয়ে দাও

আন্তর্জাতিক গুম প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে সমাবেশ

নিজস্ব প্রতিবেদক

আন্তর্জাতিক গুম প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে ‘গুমের শিকার ব্যক্তিদের মায়ের কোলে ফিরিয়ে দাও’ শীর্ষক প্রতিবাদ সমাবেশের আয়োজন করে ‘মায়ের ডাক’ নামের গুম হওয়া ব্যক্তিদের স্বজনদের সংগঠন। গতকাল বিকালে রাজধানীর শাহবাগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে উপস্থিত হয়ে সংহতি জানান নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জোনায়েদ সাকি, সাবেক কূটনীতিক সাকিব আলী প্রমুখ।

সমাবেশে যোগ দিয়েছিলেন কল্পনা চাকমা ও মাইকেল চাকমার সহযোদ্ধারা, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের গুম হয়ে থাকা নেতা এবং বিএনপি ও এর সহযোগী সংগঠনের গুম হওয়া নেতা-কর্মীদের স্বজনেরা। রাজধানীর ইন্দিরা রোড থেকে ২০১০ সালে নিখোঁজ হওয়া কমিশনার চৌধুরী আলমের কথা স্মরণ করে কান্নায় ভেঙে পড়েন মেয়ে মাহফুজা আক্তার। আন্তর্জাতিক গুম প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে ‘গুমের শিকার ব্যক্তিদের মায়ের কোলে ফিরিয়ে দাও’ শীর্ষক প্রতিবাদ সমাবেশটি আয়োজন করে ‘মায়ের ডাক’, যেটি গুম হওয়া ব্যক্তিদের স্বজনদের সংগঠন। ২০১৩ সালের ৪ ডিসেম্বর বিএনপি নেতা মো. কাওসার হোসেন যখন গুম হন, তখন তার একমাত্র মেয়ের বয়স ছিল তিন বছর। মেয়েটি এখন ১২ বছর বয়সের কিশোরী। সমাবেশে গুম হওয়া মানুষদের মা, বোন, স্ত্রী, সন্তান ও স্বজনেরা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর