মঙ্গলবার, ৩১ মে, ২০২২ ০০:০০ টা

জামিন বাতিলের বিরুদ্ধে সম্রাটের আবেদনের শুনানি ৬ জুন

নিজস্ব প্রতিবেদক

দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বিচারিক আদালতের দেওয়া জামিন বাতিল করে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে যুবলীগ নেতা ইসমাইল চৌধুরী সম্রাটের আবেদনের শুনানির জন্য ৬ জুন দিন ঠিক করেছেন আপিল বিভাগ। আসামিপক্ষের আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল শুনানির এ দিন ঠিক করেন বিচারপতি মো. নুরুজ্জামানের নেতৃত্বাধীন তিন বিচারপতির আপিল বেঞ্চ।

নিম্ন আদালতে জামিন পাওয়ার পর গত ১১ মে সব মামলায় জামিনের পর মুক্তি পান সম্রাট। পরে ১৮ মে দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে তার জামিন বাতিল করেন হাইকোর্ট। একই সঙ্গে তাকে সাত দিনের মধ্যে আত্মসমর্পণেরও নির্দেশ দেন আদালত। আদেশে হাইকোর্ট বলেন, আইন মেনে জামিন দেননি বিচারিক আদালত। এরপর ২৪ মে আত্মসমর্পণ করে সম্রাট জামিন আবেদন করলেও তা নাকচ করে তাকে কারাগারে পাঠান আদালত।

এদিকে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আবেদনও করেন সম্রাট। পরে চেম্বার জজ আদালত হাইকোর্টের আদেশ স্থগিত না করে আপিল বিভাগের ফুল বেঞ্চে পাঠিয়ে দেন। ২০১৯ সালের ১২ নভেম্বর ২ কোটি ৯৪ লাখ ৮০ হাজার ৮৭ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সম্রাটের নামে মামলা করে দুদক। ওই মামলায় আটক হয়ে কারাগারে আছেন তিনি।

সর্বশেষ খবর