শুক্রবার, ১০ জুন, ২০২২ ০০:০০ টা
টুকিটাকি

রাজস্ব না দিলে কাটা হবে গ্যাস বিদ্যুৎ পানি

নিজস্ব প্রতিবেদক

সরকারের অবিতর্কিত রাজস্ব দাবি পরিশোধে ব্যর্থ হলে গ্যাস, বিদ্যুৎ, পানির সংযোগ বিচ্ছিন্ন করার ঘোষণা দেওয়া হয়েছে। প্রস্তাবিত বাজেটে আয়কর রিটার্ন দাখিল নিশ্চিত করতে ও বাড়াতে বেশ কিছু পদক্ষেপের কথা বলা হয়েছে। এরমধ্যে রাজস্ব প্রদান না করলে বাসার ইউলিটি সংযোগ দেওয়া হবে না। এ ছাড়া বাজেটে আরও যেসব পদক্ষেপের কথা বলা হয়েছে, সেগুলো হলো- প্রভিডেন্ট ফান্ড, অনুমোদিত গ্রাচ্যুইটি ফান্ড, পেনশন ফান্ড, অনুমোদিত সুপারএন্যুয়েশন ফান্ড এবং শ্রমিক অংশগ্রহণ তহবিল ব্যতীত অন্যান্য ফান্ডের রিটার্ন দাখিল। যেসব এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে ইংরেজি ভার্সন চালু রয়েছে তাদের আয়কর রিটার্ন দাখিলের বিধান প্রবর্তন। অন স্পট কর নির্ধারণের বিদ্যমান বিধানকে কেবলমাত্র গ্রোথ সেন্টারসমূহে সীমাবদ্ধ না রেখে সব পর্যায়ে এর প্রয়োগ বিস্তৃত করা। ধারাবাহিক তিন বছর বা ততোধিক সময়ব্যাপী কোনো কোম্পানির কার্যক্রম বন্ধ থাকলে পরিচালকদের কাছ থেকে বকেয়া অবিতর্কিত কর আদায়ের বিধান করা।

সর্বশেষ খবর