সোমবার, ২৫ জুলাই, ২০২২ ০০:০০ টা
অষ্টম কলাম

হাকালুকির জলে অন্যরকম দৃশ্য

মৌলভীবাজার প্রতিনিধি

হাকালুকির জলে অন্যরকম দৃশ্য

দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ হাকালুকি হাওরের মৌলভীবাজারের জুড়ী ও বড়লেখা উপজেলা অংশে সৃষ্টি হয়েছিল পানির ঘূর্ণায়ন বা জল টর্নেডো। এটি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

গতকাল সন্ধ্যার আগ মুহূর্তে হাকালুকি হাওরের চাতলাবিল ও বাইলাকান্দির মধ্যস্থলে জলস্তম্ভ বা জল টর্নেডো শুরু হয়। হাওরের জল কুন্ডলীর মতো ঘূর্ণন গতিতে আকাশের দিকে উঠে কালো মেঘের ভিতর গিয়ে প্রবেশ করে। এ অবস্থার স্থায়িত্বকাল ছিল প্রায় ১০ মিনিট। হাওর পারের মানুষ প্রথমবারের মতো টর্নেডো প্রত্যক্ষ করেন। অনেকেই মোবাইল ফোনে তা ভিডিও করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার কিছু আগে হঠাৎ দেখেন হাওরের ভিতর পানি ও আকাশের মধ্যে হাতির শুঁড়ের মতো কিছু একটা ঘূর্ণি খাচ্ছে। ঘূর্ণন দুর্বল হয়ে আসার পরই শুরু হয় ঝড় ও বৃষ্টি। অনেকেই এমন দৃশ্য দেখে ভয় পান। বাংলাদেশ আবহাওয়া অধিদফতর, সিলেটের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ সাঈদ আহমেদ চৌধুরী বলেন, এমনটা হাওর এলাকায় হতে পারে। এটি এক ধরনের টর্নেডো। এটি পানিতে উৎপত্তি হয়েছিল এবং পানিতেই নিঃশেষ হয়ে যায়। এ টর্নেডোর গতিপ্রকৃতি হলো ভিতরের গোলন বা ঘূর্ণায়মান অংশের গতি প্রায় ২০০ কিলোমিটারের মতো। এ টর্নেডো ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরে। আর তার নিজের গতিটা প্রায় ৫০ কিলোমিটারের মতো হয়ে থাকে। এ টর্নেডো ভোল্টেজ (বিদ্যুৎ) পেয়ে রোটেড (ঘূর্ণি) আকারে ঘুরতে থাকে। তখন এ জায়গাটা প্রচুর পরিমাণে গরম হয়ে যায়। তখন নিচের পানি ওপরে উঠিয়ে নিয়ে যায়। পরে আবার বৃষ্টি আকারে এ পানিটা নিচে পড়ে যায়। এটাই এ টর্নেডোর বৈজ্ঞানিক থিওরি (তত্ত্ব)। ‘জলস্তম্ভ’ হচ্ছে জল দিয়ে মোড়ানো বাতাসের তৈরি পিলার। টর্নেডোর ফলে এটি সৃষ্টি হয়। জলভাগের ওপর শক্তিশালী টর্নেডো সৃষ্টি হলে প্রবলবেগে ঘূর্ণায়মান বায়ুর টানে জলভাগের জল টর্নেডোর কেন্দ্র বরাবর স্তম্ভাকারে ঘুরন্ত অবস্থায় ওপরে উত্থিত হয়। তবে গ্রামাঞ্চলে এটি মেঘশূর নামে পরিচিত, একে ধ্বংসের প্রতীকও মনে করেন অনেকে। দেখতে টর্নেডোর মতো হলেও টর্নেডোর সঙ্গে এর মৌলিক পার্থক্য উপাদানে। টর্নেডোতে থাকে বায়ু আর জলস্তম্ভে বায়ুর পরিবর্তে থাকে পানি। জলস্তম্ভ সাধারণত পানিতেই থাকে বলে জনপদে আহামরি ধ্বংসাত্মক কার্যকলাপ চালাতে পারে না। আর স্থলভাগের স্পর্শে এলে এটি গুঁড়িয়ে যায়। জুড়ী উপজেলার বাসিন্দা কুতুব উদ্দিন জসিম জানান, এমন দৃশ্য কয়েকবছর আগে হাকালুকিতে দেখা গিয়েছিল বলে শুনেছি। এরপর এমন ঘটনা আজই দেখলাম। জলস্তম্ভ দ্বারা কোনো ক্ষয়ক্ষতির খবর জানা যায়নি।            

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর