মঙ্গলবার, ২৬ জুলাই, ২০২২ ০০:০০ টা

করোনায় আরও পাঁচ জনের প্রাণহানি

নিজস্ব প্রতিবেদক

দেশে করোনাভাইরাস মহামারি শুরুর ২৮ মাস পার হলেও থামছে না মৃত্যু। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫ জনের প্রাণহানি হয়েছে। গত ৫ দিনেই মারা গেছেন ২১ জন। যারা মারা যাচ্ছেন তাদের অধিকাংশই পঞ্চাশোর্ধ্ব। তবে সংক্রমণ হার কিছুটা কমতে শুরু করেছে।

স্বাস্থ্য অধিদফতরের তথ্যানুযায়ী, গতকাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৬ হাজার ৯৮৭ জনের নমুনা পরীক্ষায় ৫৪৮ জনের দেহে সংক্রমণ ধরা পড়েছে। শনাক্তের হার ৭.৮৪ শতাংশ। আগের দিনের চেয়ে শনাক্তের হার দশমিক ৮০ শতাংশ বাড়লেও চলতি মাসের প্রথমার্ধের তুলনায় প্রায় অর্ধেক। জুলাইয়ের প্রথমার্ধের অধিকাংশ দিন শনাক্তের হার ছিল ১৫ শতাংশের আশপাশে। গত ১০ জুলাই শনাক্তের হার ছিল ১৭.৪৭ শতাংশ। গত এক দিনে সুস্থ হয়ে উঠেছেন ১ হাজার ৭৭ জন করোনা রোগী। গতকাল পর্যন্ত দেশে মোট ২০ লাখ ২ হাজার ৩২৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ১৯ লাখ ৩৭ হাজার ২৪০ জন। মারা গেছেন ২৯ হাজার ২৭ জন। মৃতদের মধ্যে প্রায় ৭৯ শতাংশের বয়সই ৫০ বছরের বেশি। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৫ জনই ছিলেন পঞ্চাশোর্ধ্ব। সবাই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এর মধ্যে পুরুষ ছিলেন ২ জন ও নারী ৩ জন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর