বুধবার, ২৭ জুলাই, ২০২২ ০০:০০ টা

ঢাকা-টরেন্টো বাণিজ্যিক ফ্লাইট শুরু হচ্ছে

নিজস্ব প্রতিবেদক

ঢাকা থেকে কানাডার টরেন্টো রুটে চালু হলো বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রথম বাণিজ্যিক ফ্লাইট। আজ বুধবার (২৭ জুলাই) ভোররাত সাড়ে ৩টায় ফ্লাইটটি আনুষ্ঠানিকভাবে ঢাকা থেকে টরেন্টোর উদ্দেশে ছেড়ে যায়। সর্বাধুনিক প্রযুক্তির ব্র্যান্ড নিউ বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার উড়োজাহাজের মাধ্যমে ঢাকা- টরেন্টো রুটে ফ্লাইট পরিচালনা করছে বিমান। বিমানের আসন সংখ্যা ২৯৮টি।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মহাব্যবস্থাপক জিএম (পিআর) তাহেরা খন্দকার জানান, ঢাকা-টরন্টো রুটে সপ্তাহে দুটি ফ্লাইট পরিচালিত হবে। সপ্তাহে প্রতি বুধবার বিজি-৩০৫ বাংলাদেশ সময় মধ্যরাতে (সাড়ে ৩টায়) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে টরন্টোর উদ্দেশে যাত্রা করবে। যাত্রাপথে ফ্লাইটটি রিফুয়েলিংয়ের জন্য স্থানীয় সময় সকাল ৯টায় তুরস্কের ইস্তাম্বুলে অবতরণ করবে। এক ঘণ্টা বিরতি শেষে ইস্তাম্বুল থেকে রওনা দিয়ে স্থানীয় সময় দুপুর ১টা ৫৫ মিনিটে ফ্লাইটটি টরন্টো পৌঁছাবে। সপ্তাহে প্রতি রবিবার বিজি-৩০৫ ঢাকা থেকে ভোর সাড়ে ৩টায় যাত্রা করে রিফুয়েলিং শেষে স্থানীয় সময় পরদিন দুপুর ১টা ২৫ মিনিটে টরন্টো পৌঁছাবে। অন্যদিকে, প্রতি বুধবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় বিজি-৩০৬ টরন্টো থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করবে। যাত্রাবিরতি ছাড়াই ফ্লাইটটি একটানা ১৬ ঘণ্টা উড়ে বৃহস্পতিবার স্থানীয় সময় রাত সাড়ে ৯টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। একইভাবে রবিবার টরন্টো থেকে স্থানীয় সময় রাত ৯টায় উড্ডয়ন করে সরাসরি ঢাকায় পৌঁছাবে সোমবার স্থানীয় সময় রাত ১১টায়। গত মাসে তাহেরা খন্দকার জানিয়েছিলেন, ঢাকা থেকে টরন্টো রুটে ইকোনমি ক্লাসে ১৫ শতাংশ ডিসকাউন্টসহ একমুখী ভাড়া (ট্যাক্সসহ) ৯০ হাজার ৫১০ টাকা থেকে শুরু এবং ১৫ শতাংশ ডিসকাউন্ট দিয়ে রিটার্ন টিকিটের সর্বনিম্ন মূল্য ট্যাক্সসহ ১ লাখ ৫৩ হাজার ৩৭০ টাকা। সেই হিসাবে ডিসকাউন্ট বাদে টরন্টো রুটের রিটার্ন টিকিটের ভাড়া ১ লাখ ৮০ হাজার টাকা। বিজনেস ক্লাসে ১৫ শতাংশ ডিসকাউন্ট দিয়ে একমুখী সর্বনিম্ন ভাড়া ট্যাক্সসহ ১ লাখ ৬৪ হাজার ১০০ টাকা থেকে শুরু এবং রিটার্ন টিকিটের ক্ষেত্রে ১৫ শতাংশ ডিসকাউন্ট দিয়ে সর্বনিম্ন মূল্য ট্যাক্সসহ ৩ লাখ ৪ হাজার ৩০২ টাকা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর