বুধবার, ২৭ জুলাই, ২০২২ ০০:০০ টা

দুই সাংবাদিক লাঞ্ছিত ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার দুই সাংবাদিককে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে ইউপি চেয়ারম্যান কামাল আহমেদের বিরুদ্ধে। গত ২৫ জুলাই দুপুরে উপজেলার শেখর ইউনিয়নের সহস্রাইল বাজারে চেয়ারম্যানের বক্তব্য জানতে গেলে চেয়ারম্যান ও তার নিজস্ব লোকজন সাংবাদিকদের ঘেরাও করে লাঞ্ছিত করে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় বোয়ালমারীতে কর্মরত সাংবাদিকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ নিয়ে সোমবার রাতে সাংবাদিকরা সম্মিলিতভাবে ইউপি    চেয়ারম্যানের সব ইতিবাচক সংবাদ বর্জনের ঘোষণা দেন। লাঞ্ছিত হওয়া দুই সাংবাদিক হলেন, দৈনিক বাংলাদেশ সময় পত্রিকার বোয়ালমারী প্রতিনিধি মুকুল বোস ও ভোরের দর্পণ পত্রিকার বোয়ালমারী  প্রতিনিধি এস এম রুবেল। লাঞ্ছিত হওয়া সাংবাদিকদ্বয় অভিযোগ করে বলেন, সোমবার দুপুরে শেখর ইউনিয়নের বর্তমান ইউপি চেয়ারম্যান কামাল আহমেদ শেখর গ্রামে অবস্থিত সরকারি ইউনিয়ন পরিষদ কার্যালয়ে তালা দিয়ে সহস্রাইল বাজারে ব্যক্তিগত অফিসে কার্যক্রম চালাচ্ছেন এমন অভিযোগের ভিত্তিতে তারা ঘটনাস্থলে যান। এ সময় দুই সাংবাদিককে লাঞ্ছিত করেন ইউপি চেয়ারম্যান কামাল আহমেদ ও তার অনুসারীরা। অভিযোগ করে সাংবাদিকদ্বয় বলেন, এ সময় ইউপি চেয়ারম্যান তার লোকজন দিয়ে ভিডিও করান এবং সাংবাদিকরা তাদের কাছে টাকা চেয়েছে বলে তাদের অভিযুক্ত করেন। বিষয়টি মৌখিকভাবে বোয়ালমারী থানার ওসি মোহাম্মদ আবদুল ওহাবকে জানানো হয়। এদিকে সাংবাদিক লাঞ্ছিত করার অভিযোগ ভিত্তিহীন দাবি করে শেখর ইউনিয়নের চেয়ারম্যান মো. কামাল আহমেদ বলেন, আমি কেন সাংবাদিকদের লাঞ্ছিত করব? সব মিথ্যা কথা। বরং ওই সাংবাদিকরা ১৫ দিন আগে আমার কাছে (চেয়ারম্যান) ঈদের খরচ চেয়েছিলেন। আমি সেটা দেইনি। এরপর থেকে আমার নামে তারা মিথ্যা রিপোর্ট করতে উঠেপড়ে লাগে।  সরকারি অফিসে তালা দিয়ে পার্শ্ববর্তী একটি বাজারে ইউনিয়ন পরিষদের কার্যক্রম চালনোর ব্যাপারে ইউপি চেয়ারম্যান বলেন, আমি জনগণকে অধিকতর সেবা দেওয়ার জন্য স্থানীয় সস্রাইল বাজারে মাঝে মাঝে জনগণকে সেবা দিয়ে থাকি। এ ব্যাপারে পুলিশের সহকারী পুলিশ সুপার (মধুখালী-বোয়ালমারী ও আলফাডাঙ্গা সার্কেল) সুমন কর বলেন, এ ব্যাপারে আমরা এখনো সাংবাদিকদের কাছ থেকে কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর