শিরোনাম
বুধবার, ৩ আগস্ট, ২০২২ ০০:০০ টা
গ্রামীণ টেলিকমের মামলা

শ্রমিকদের আইনজীবী ফি নিয়েছেন ১৬ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক

নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠান গ্রামীণ টেলিকমের চাকরিচ্যুত শ্রমিকদের কাছ থেকে মামলা পরিচালনা ফি বাবদ ১৬ কোটি টাকা নিয়েছেন আইনজীবী ইউসুফ আলী। পাশাপাশি অন্যান্য ফি বাবদ শ্রমিকদের কাছ থেকে নেওয়া হয়েছে আরও ১০ কোটি টাকা। গতকাল বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের একক হাই কোর্ট বেঞ্চে আইনজীবী ইউসুফ আলীর পক্ষে হলফনামা আকারে এ তথ্য জানানো হয়। আদালতে ইউসুফ আলীর পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম, রবিউল আলম বুদু, সাঈদ আহমেদ রাজা ও ব্যারিস্টার অনীক আর হক। অন্যদিকে গ্রামীণ টেলিকমের পক্ষে ছিলেন ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খান। শুনানিতে আইনজীবী আহসানুল করিম বলেন, আইনজীবী ফি নিয়েছেন ১৬ কোটি টাকা। ১০ কোটি টাকা অন্যান্য ফি। তখন আদালত বলেন, এটা সাধারণ ব্যাপার! আপনি বলুন যে আপনি এত টাকা ফি নিয়েছেন। বাকিটা দুদক নাকি বাংলাদেশ ব্যাংক দেখবে সেটা তাদের ব্যাপার। আদালত আরও বলেন, ১০ কোটি টাকার (অন্যান্য ফি বাবদ) বিষয়ে বিস্তারিত বলুন। এত লুকোচুরি কেন? সম্পূর্ণভাবে বলতে হবে নির্দিষ্ট করে। তখন ইউসুফ আলীর আইনজীবীরা বলেন, তারা সম্পূরক হলফনামার মাধ্যমে সবকিছু নির্দিষ্ট করে উল্লেখ করে দেবেন। এরপর আদালত তাদের দুই দিন সময় দেন। এর মধ্যে আলোচিত এ মামলায় কোন খাতে কত টাকা নেওয়া হয়েছে তা প্রতিবেদন আকারে বিস্তারিত জানাতে হবে ইউসুফ আলীর আইনজীবীদের।

এর আগে ৩০ জুন গ্রামীণ টেলিকমের চাকরিচ্যুত শ্রমিকদের কাছ থেকে আইনজবীবী কত টাকা ফি নিয়েছেন তা জানতে চান হাই কোর্ট। এ ছাড়া শ্রমিকরা কত টাকা বকেয়া পেয়েছেন, তার তথ্য দাখিলের পাশাপাশি এ সংক্রান্ত নথিও তলব করা হয়। গতকাল ইউসুফ আলীর পক্ষে হাই কোর্টে প্রতিবেদন আকারে ফি বাবদ নেওয়া টাকার তথ্য দাখিল করেন তার আইনজীবীরা।

 

সর্বশেষ খবর