শুক্রবার, ১৯ আগস্ট, ২০২২ ০০:০০ টা

টাকা পাঠিয়ে প্রেমের ফাঁদ, সাড়া দিলে বিপদ

নিজস্ব প্রতিবেদক

মোবাইল ফোনে টাকা রিচার্জের পর অপরিচিত নম্বর থেকে কল করত নারী সদস্যরা। যে ব্যক্তিকে টাকা পাঠানো হয়েছে, তাকে বলা হতো ভুল করে টাকা পাঠানো হয়েছে। এরপর মিষ্টি কথায় মুগ্ধ করা হতো রিচার্জ পাওয়া ব্যক্তিকে। এভাবে কিছুদিন মোবাইলে ভাব জমিয়ে প্রেমের ফাঁদে ফেলা হতো। একপর্যায়ে ডাকা হতো বাসায়। সরল বিশ্বাসে কেউ বাসায় গেলে জিম্মি করে আপত্তিকর ছবি তুলে হাতিয়ে নেওয়া হতো লাখ লাখ টাকা।

এমনই এক চক্রের নারী সদস্যসহ তিনজনকে গ্রেফতার করা হয়। তারা হলেন- রওশন আরা রুমা, মোহাম্মদ মজনু ও আবদুস সালাম। বুধবার রাতে রাজধানীর উত্তরা থেকে তাদের গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন। তিনি বলেন, গ্রেফতার মজনু একটি বেকারিতে কর্মচারী হিসেবে কাজ করে। ওই বেকারি দোকানের মালিক আল আমিন। গত ১১ জুলাই তাকে ফোন করে গ্রেফতার রুমা। চালাকি করে এর আগেই তার মোবাইলে ৫০ টাকা দিয়ে দেয় সে। এরপর ভুলে ওই টাকা চলে গেছে বলে ভাব জমায়। এভাবে কয়েকদিন কথা বলার পর একদিন রুমা আল আমিনকে তার বাসায় দাওয়াত দেয়। আল আমিন বাসায় যান। যাওয়ার সময় মজনুকেও নিয়ে যান। মজনু বাইরে যাবে বলে বাসা থেকে বেরিয়ে যায়। এর কিছুক্ষণ পর সেখানে ডিবি পরিচয়ে কয়েকজন ঢুকে তারা আল আমিনকে মারধর করে এবং রুমার সঙ্গে আপত্তিকর ছবি তোলে। পরে ১০ লাখ টাকা দাবি করে। টাকা না দিলে তাকে গুম করারও হুমকি দেয়। আল আমিন একপর্যায়ে তাদের সাড়ে ৩ লাখ টাকা দেন। এ সময় তার সঙ্গে থাকা আরও ৩৭ হাজার টাকা তারা ছিনিয়ে নেয়। পরে পুলিশকে জানালে তাদের তিনজন গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ৫৬ হাজার টাকা উদ্ধার করা হয়। মজনু প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে, তাদের চক্রে মোট আটজন সদস্য রয়েছে। তাদের ধরতে অভিযান চলছে।

সর্বশেষ খবর