শনিবার, ২০ আগস্ট, ২০২২ ০০:০০ টা

আগস্টে আক্রান্তের রেকর্ড ভাঙছে ডেঙ্গু

১৯ দিনে মারা গেছেন সাতজন, হাসপাতালে চিকিৎসাধীন প্রায় ৪০০ জন

নিজস্ব প্রতিবেদক

আগস্টে আক্রান্তের রেকর্ড ভাঙছে ডেঙ্গু

চলতি বছরের রেকর্ড ভেঙেছে আগস্ট মাসে ডেঙ্গুজ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা। রোগী শনাক্ত ও মৃত্যু সবই ঊর্ধ্বমুখী এ মাসে। জুলাইয়ের ৩১ দিনে মৃত্যু হয়েছে নয়জনের। আর চলতি মাসের ১৯ দিনে সাতজনের মৃত্যু হয়েছে। এ পরিস্থিতিতে আজ বিশ্ব মশা দিবস পালিত হচ্ছে।

কীটতত্ত্ববিদ ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কবিরুল বাশার বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘আগস্ট-সেপ্টেম্বর ডেঙ্গুর ভরা মৌসুম। এ সময় আক্রান্ত সংখ্যা বাড়ে। মশার ঘনত্ব নির্ণয়ে স্বাস্থ্য অধিদফতর এবং ঢাকার দুই সিটি করপোরেশনের সমন্বয়ে জরিপ শুরু হয়েছে। তথ্য-উপাত্ত বিশ্লেষণ কাজ চলছে। জরিপের সময় যতটুকু পেয়েছি তাতে গত বছরের তুলনায় মশার ঘনত্ব কম। এডিস মশা প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে।’

স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের প্রতিবেদনে জানা যায়, গতকাল ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৪ জন। এর মধ্যে ঢাকার হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৬ জন এবং বাইরের হাসপাতালে আটজন। বর্তমানে ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন ৩৯৮ জন। এর মধ্যে ৩৩৫ জন ঢাকার হাসপাতালে ভর্তি। আগস্টের শুরু থেকেই বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। রোগী শনাক্ত হয়েছে জুলাইয়ের চেয়ে দ্বিগুণ। ১৯ জুলাই ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ২২৪ জন। বর্তমানে আক্রান্ত প্রায় ৪০০ জন। ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনায় উদ্বেগ বাড়ছে। এ বছর ডেঙ্গুজ্বরে মারা গেছেন ১৭ জন। এ মাসেই মারা গেছেন সাতজন, জুলাইতে মারা গেছেন নয়জন এবং জুনে একজন। এ বছর জানুয়ারিতে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ১২৬ জন, ফেব্রুয়ারিতে ২০ জন, মার্চে ২০ জন, এপ্রিলে ২৩ জন, মে মাসে ১৬৩ জন, জুনে ৭৩৭ জন, জুলাইয়ে ১ হাজার ৫৭১ জন, আগস্টে ১ হাজার ৫৬৮ জন। ডেঙ্গু ঠেকাতে এডিস মশার উৎসস্থল ধ্বংস করা জরুরি। স্বচ্ছ, জমে থাকা পানিতে বংশবিস্তার করে প্রাণঘাতী এডিস মশা। উড়ন্ত মশাকে বাগে আনা কঠিন। তাই লার্ভিসাইডিংয়ে জোর দেওয়ার পরামর্শ দেন সংশ্লিষ্টরা। এডিস নির্মূলে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নিয়মিত মশক নিধন কার্যক্রম পরিচালনা করছে। কিন্তু তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। মাঝে মধ্যে বিভিন্ন এলাকার বাসাবাড়িতে এডিসের লার্ভা পেলে করা হচ্ছে জরিমানা। ছাদবাগানে মশার বংশবিস্তার ঠেকাতে উড়ানো হচ্ছে ড্রোন। তবে এসব উদ্যোগকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বাড়ছে মশার বংশকিস্তার। ফলে হাসপাতালে বেড়েই চলছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা।

 

সর্বশেষ খবর