শনিবার, ২০ আগস্ট, ২০২২ ০০:০০ টা

চাঁদপুরে সেপটিক ট্যাংকে দুজনের মৃত্যু

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় নির্মাণাধীন একটি বাড়িতে সেপটিক ট্যাংকে কাজ করতে গিয়ে দুজনের মৃত্যু হয়েছে। গতকাল সকালে উপজেলার বাড়িগাঁও এলাকায় নির্মাণাধীন সেপটিক ট্যাংকে সেন্টারিং খোলার সময় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- লিটন পাঠান (৪৫) ও রাসেল প্রধান (২৮)।

নিহত লিটন পুটিয়া এলাকার ওয়ালিউল্লাহ পাঠানের ছেলে, আর রাসেল হুরমহিষা গ্রামের আলী আরশাদের  ছেলে। নির্মাণাধীন ভবনটির মালিক বাড়িগাঁও এলাকার আবুল বাশার। লিটন পাঠান ঠিকাদার হিসেবে ও রাসেল প্রধান হেল্পার হিসেবে ওই বাড়িতে কাজ করতেন। প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সকালে লিটন ও রাসেল ওই সেপটিক ট্যাংকির সেন্টারিং খুলে ভিতরে প্রবেশ করেন। এ সময় সেখানে বিষাক্ত গ্যাসক্রিয়ায় তারা জ্ঞান হারিয়ে ফেলেন এবং অল্প সময়ের মধ্যে শ্বাস বন্ধ হয়ে মারা যান। আশপাশ ও নির্মাণাধীন বাড়ির লোকজন ঘটনাস্থলে এসে দুই শ্রমিকের মৃতদেহ দেখতে পেয়ে পুলিশ ও  ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে যান এবং দুপুরে ঘটনাস্থল থেকে তাদের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। মতলব দক্ষিণ থানার ওসি মোহাম্মদ মহিউদ্দিন মিয়া জানান, এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। নিহত ব্যক্তিদের পরিবারও মামলা করতে চাচ্ছে না। ময়নাতদন্তের জন্য তাদের লাশ চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো রয়েছে।

 

সর্বশেষ খবর