রবিবার, ২১ আগস্ট, ২০২২ ০০:০০ টা

জঙ্গি সন্দেহে শিক্ষার্থীকে পুলিশে সোপর্দ, পদত্যাগ দাবি প্রাধ্যক্ষের

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

মেসেঞ্জারে কথোপকথনের সূত্র ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিয়া হলের এক শিক্ষার্থীকে পুলিশে সোপর্দ করার ঘটনায় হলটির প্রাধ্যক্ষ অধ্যাপক বিল্লাল হোসেনের পদত্যাগ দাবি করেছে প্রগতিশীল ছাত্রসংগঠনগুলো। গতকাল এক বিবৃতিতে এ দাবি জানায় তারা।

বিবৃতি বলা হয়, নিজ বিভাগের মেসেঞ্জার গ্রুপে ২০০৫ সালের সিরিজ বোমা হামলার প্রতিবাদে ছাত্রলীগের কর্মসূচির ফলে সৃষ্ট জনভোগান্তির সমালোচনা করার পর সেই স্ক্রিনশট হল ছাত্রলীগ নেতৃবৃন্দের কাছে গেলে তারা রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মারুফকে ডেকে নিয়ে মারধর করে এবং হল প্রশাসন মিলে থানায় সোপর্দ করে। হলগুলোতে দখলদারিত্ব ও সন্ত্রাস বজায় রাখতে গিয়ে ক্ষমতাসীন ছাত্র সংগঠন ছাত্রলীগ ন্যূনতম সমালোচনাও গ্রহণ করতে পারছে না। গেস্টরুমে ম্যানার শেখানোর নামে প্রথম বর্ষের শিক্ষার্থীদের সঙ্গে অমানবিক আচরণ করা হয়। যেহেতু প্রশাসনও সরকারি আশীর্বাদেই নিয়োগপ্রাপ্ত, ফলে তারা সরকারি ছাত্র সংগঠনের বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডের কোনো বিচার করে না এবং  হ্রাস করারও চেষ্টা করে না। ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট (বাসদ), সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট (মার্ক্সবাদী), ছাত্র ফেডারেশন, বিপ্লবী ছাত্র মৈত্রী, বিপ্লবী ছাত্র যুব আন্দোলনের নেতৃবৃন্দ যৌথ এ বিবৃতিটি দেন।

 

সর্বশেষ খবর