শুক্রবার, ২৬ আগস্ট, ২০২২ ০০:০০ টা
শিনজো আবে হত্যা

জাপানে ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ পুলিশপ্রধানের

প্রতিদিন ডেস্ক

জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে হত্যাকাণ্ডের ঘটনায় নিরাপত্তা ত্রুটির ব্যর্থতার দায় নিয়ে দেশটির পুলিশপ্রধান পদত্যাগ করেছেন। তিনি এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন। সূত্র : জাপান টাইম। খবরে বলা হয়, গতকাল জাতীয় পুলিশ সংস্থার প্রধান ইতারু নাকামুরা শিনজো আবে হত্যাকাণ্ডে নিরাপত্তা ত্রুটির দায় নিয়ে পদত্যাগ করেছেন। তিনি জাতীয় জননিরাপত্তা কমিশনে পদত্যাগের চিঠি জমা দিয়েছেন। এ বিষয়ে এদিন এক সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘আমাদের নতুন নিরাপত্তা পরিকল্পনা যাচাইয়ের প্রক্রিয়ায় আমরা বুঝতে পেরেছি যে, আমাদের নিরাপত্তার দায়-দায়িত্বগুলো নতুন করে সাজাতে হবে। নতুন নিরাপত্তা পরিকল্পনার পাশাপাশি আমাদের নতুন সূচনায় একমাত্র স্বাভাবিক বিষয় হচ্ছে আমাদের একটি নতুন সংস্থা তৈরি করা।’ উল্লেখ্য, গত ৮ জুলাই জাপানের পশ্চিমাঞ্চলীয় শহর নারায় এক জনসমাবেশে বক্তৃতা দেওয়ার সময় ঘাতকের গুলিতে প্রাণ হারান শিনজো আবে। দেশটির বিশেষজ্ঞরা বলেছেন, সাবেক এই প্রধানমন্ত্রী নিরাপত্তা ব্যবস্থাপনায় ব্যাপক ঘাটতি ছিল। নির্বাচনী প্রচারণা চালানোর সময় আবের চারপাশে নিরাপত্তা ত্রুটি ছিল বলে স্বীকার করেন দেশটির প্রধানমন্ত্রী ফুমিও কিশিদাও।

সর্বশেষ খবর