শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

ভারত সীমান্তে যুবককে পিটিয়ে হত্যা

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার নিকটবর্তী ভারত সীমান্তে তুষার খাঁ (৩৫) নামে বাংলাদেশি এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। তুষারের ময়নাতদন্ত শেষে লাশ গতকাল তার বাড়ি নওগাঁয় পাঠানো হয়। তুষার নওগাঁর রানীনগর উপজেলার বালুভরা গ্রামের মোসলেম খাঁর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানান, কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সীমান্তবর্তী নারায়ণপুর গ্রামের নিকটবর্তী ভারতের ত্রিপুরা রাজ্যের সিপাহীজলা জেলার কলমচূড়া থানার রহিমপুর থেকে তুষার খাঁর লাশ উদ্ধার করে বিজিবি। তবে কারা তুষারকে মেরে সীমান্তে ফেলে গেছে তা দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী নিশ্চিত করতে পারেনি। তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকতা ওপ্পেলা রাজু নাহা বলেন, ‘বৃহস্পতিবার সন্ধ্যায় তুষারের লাশ উদ্ধার করেন ৬০ বিজিবি ব্যাটালিয়ান সদস্যরা। পরে তারা বুড়িচং থানায় হস্তান্তর করে। আমরা লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠাই। লাশ স্বজনদের হস্তান্তর করা হয়েছে। তবে প্রাথমিক সুরতহালে তুষারের শরীরে অনেক আঘাতের চিহ্ন পাওয়া গেছে।’ তুষারের ফুফু আসমা বেগম বলেন, ‘আমার স্বামী কুমিল্লা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তুষার তাঁকে দেখতে বুধবার ভোরে হসপিটালে আসে। সেখান থেকে সকাল ১০টায় শশীদলে আমাদের বাড়ির উদ্দেশে বের হয়। তার পর থেকে তুষারের আর খোঁজ পাওয়া যায়নি। বিভিন্ন জায়গায় খুঁজে তার সন্ধান পাইনি।’ শশীদল বিওপির বিজিবি কমান্ডার নায়েব সুবেদার আবদুল খালেক বলেন, ‘আমরা সকাল ৬টায় খবর পেয়ে ঘটনাস্থল আসি। ভারতের ১০ ফুট অভ্যন্তরে মুমূর্ষু অবস্থায় পড়ে ছিল তুষারের অচেতন দেহ। আইন অনুযায়ী ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর ব্যবস্থা গ্রহণ করার কথা। যখন আমরা তার পরিচয় নিশ্চিত হই ততক্ষণে তুষার মারা যান।

সর্বশেষ খবর