রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

সবাইকে রাজনীতি সচেতন হতে হবে : স্পিকার

নিজস্ব প্রতিবেদক

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, সবাইকে রাজনীতি করতে হবে তা নয়, কিন্তু রাজনীতিসচেতন হতে হবে। তিনি বলেন, দেশটা আমাদের। দেশের কল্যাণে অবদান রাখতে হলে সংবিধান নিয়ে আমাদের ভালোভাবে জানাশোনা থাকতে হবে এবং সে লক্ষ্যে কাজ করতে হবে।

রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে ‘বাংলাদেশ ইয়ুথ সামিট ২০২২’-এর উদ্বোধন করে তিনি এসব কথা বলেন। ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন আয়োজিত এ সামিটে সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারম্যান ও রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শাহ আজম। বক্তব্য দেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ইয়াফেস ওসমান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, আরমা দত্ত এমপি ও ফখরুল ইমাম এমপি, যুব উন্নয়ন অধিদফতরের মহাপরিচালক মো. আজহারুল ইসলাম খান। ধ্রুবতারা ফাউন্ডেশনের কার্যক্রমের প্রশংসা করে স্পিকার বলেন, কাজের মধ্য দিয়ে মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে পারাই স্বার্থকতা, যাকে সামনে রেখে ধ্রুবতারা কাজ করছে। তিনি বলেন, রাজনৈতিকভাবে সচেতন হয়ে চলমান উন্নয়নের সুফলকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে যুবসমাজকে কাজ করতে হবে।

সর্বশেষ খবর