মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

কলকাতার মেলায় চাহিদা বাংলাদেশের লুঙ্গি গামছা জামদানির

কলকাতা প্রতিনিধি

কলকাতার মেলায় চাহিদা বাংলাদেশের লুঙ্গি গামছা জামদানির

সম্প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লি সফরে অন্যতম আলোচিত বিষয় ‘জামদানি কূটনীতি’। চার দিনের সফরে হাসিনা যেখানেই গেছেন সেখানেই জামদানি পরে গেছেন। আর সেই শাড়ির সৌন্দর্য, নকশা সবারই মন কেড়ে নিয়েছিল। শেখ হাসিনার সফরকালে দিল্লির ক্রাফটস মিউজিয়ামে যে আন্তর্জাতিক মেলার আয়োজন করেছিল ‘এক্সিম বাজার’ সেখানেও হইচই ফেলে দিয়েছিল বাংলাদেশি জামদানি। আলোচনার শীর্ষে উঠে আসে এই জামদানি কূটনীতি।

বাংলাদেশের ওই জামদানি শাড়িতে মজেছে কলকাতার ক্রেতারাও। কলকাতার সামাজিক সংগঠন, বাংলাদেশ তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি (গ্রাসরুট) ও সাউথ এশিয়ান গ্রাসরুটস ডেভেলপমেন্ট ফোরাম (SAGDF) যৌথ উদ্যোগে কলকাতার মহাবোধি সোসাইটি হলে শুরু হয়েছে হস্তশিল্প ও পর্যটন মেলা। এই মেলায় অংশগ্রহণ করেছে ভারত ও বাংলাদেশের প্রায় ৪০ জন ব্যবসায়ী। অষ্টম বছরে এই মেলার থিম ‘বাংলাদেশ’। ফলে ঢাকাই জামদানি, নকশী কাঁথা, যশোর স্টিচের থ্রিপিস, গোলক বাটিকের বেডশিট, লুঙ্গি, গামছা যেমন আছে, তেমনি রাজস্থানী আংরাখা, ঘাগরা-চোলি, শান্তিনিকেতনের হস্তশিল্প- মেলায় কী নেই? বাংলাদেশের ব্যবসায়ী রোকসানা রিপু বলেন, কলকাতার মানুষের মাঝে ঢাকাই জামদানি, টাঙ্গাইলের শাড়ি, হাতে বোনা টুপির ব্যাপক চাহিদা। আরও আগে এই মেলা শুরু করা গেলে ভালো বাজার পাওয়া যেত। কলকাতার মেলা কমিটির অন্যতম আয়োজক সুমিত রায় চৌধুরী বলেন, অষ্টম বছরে আমরা হস্তশিল্পের পাশাপাশি দুই বাংলার অফবিট পর্যটন ক্ষেত্রগুলোকে প্রজেক্ট করতে আলাদা কাউন্টার করেছি। সেখানেও ভালো সাড়া পেয়েছি। চলতি বছর মেলা শুরু করতে কিছুটা দেরি হয়েছে। এই বছর আমাদের মেলার থিম ‘বাংলাদেশ’।

সর্বশেষ খবর